বলিউডের মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। ইতোমধ্যে ইন্ডাস্ট্রিজে নিজের নামটা বেশ পাকা-পোক্ত করেছেন ‘আইটেম গার্ল’ হিসেবে। কিন্তু এই পরিচয়টি থেকে রীতিমতো সরে আসতে চান তিনি। জানালেন, পর্দায় শুধু ‘আইটেম ডান্স’ এ সন্তষ্ট নন এই অভিনেত্রী।
তাই নিজেকে একটু ভিন্নভাবে মেলে ধরতে এবার পরিচালকদের কাছে অন্য অনুরোধ জানালেন নোরা। বললেন, এমন একটি সিনেমায় অভিনয় করতে চান, যেখানে তিনি অ্যাকশন করার সুযোগ পাবেন।
মূলত, ‘ক্র্যাক’ সিনেমাতে নোরা একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। মূলত অ্যাকশনধর্মী সিনেমা এটি। যেখানে পর্দায় স্টান্ট করতে দেখা যাবে নোরাকে। বিদ্যুত্ জামাল ও অর্জুন রামপাল এই সিনেমার দুই স্তম্ভ।
নোরা বলেন, আমি নিজে একজন ড্যান্সার। আমি জানি নাচ করতে গেলে ঠিক কতটা ফিট থাকা জরুরি। আমার বিশ্বাস, আমাকে যদি কেউ এমন কোনো চরিত্রের জন্য ভাবেন, তা হলে আমি নিরাশ করব না। তা ছাড়া কোনো অভিনেত্রী নিজে আইটেম গার্লের পরিচয় বহন করতে চায় না। যত তাড়াতাড়ি সম্ভব এই গণ্ডি থেকে বের হতে চাই। বিশ্বাস রয়েছে নির্মাতারা আমার এই চাওয়ার মূল্যায়ন করবেন।
নয়াশতাব্দী/ডিএ/
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ