‘দঙ্গল’ ছবিতে আমির খানের সহ–অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাত্র ১৯ বছর বয়সে দিল্লিতে মৃত্যু হয়েছে তার। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কেউ পরিস্কার নয়।
এর আগে পা ভেঙে দিল্লি এএমস-এ ভর্তি ছিলেন এই অভিনেত্রী। চিকিৎসাও চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেয়েছিলেন সুহানি। কয়েকটি ভারতীয় গণমাধ্যমের দাবি, ভুল চিকিৎসায় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে সুহানির মৃত্যু হতে পারে। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার শরীরে তরল পদার্থ জমতে শুরু করে সুহানির। সে থেকেই মৃত্যু হয়েছে এ তরুণী অভিনেত্রীর।
বলিউড অভিনেতা আমির খানের ‘দঙ্গল’ সিনেমা মাধ্যমে ফাতিমা সানা শেখ, সান্য মালহোত্র ও সুহানি ভটনাগর ব্যাপক পরিচিত পেয়েছিলেন। এ তিন তরুণীকে আমিরের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছিলেন সুহানি। তবে পড়াশোনায় মন দিতে কিছুদিনের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। সুহানি জানিয়েছিলেন, পড়াশোনা শেষ করে আবারও তিনি অভিনয়ে ফিরবেন। তবে তার সে ইচ্ছা অধরাই রয়ে গেল।
নয়াশতাব্দী/ডিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ