অভিনেত্রী জয়া বচ্চন। তার মেজাজ খিটখিটে হওয়ার জন্য সবার কাছেই পরিচিত। খোদ করণ জোহর আর নীতু কাপুরও কফির আড্ডায় মজেছিলেন অভিনেত্রীর ‘বদমেজাজ’ নিয়ে। তাকে নিয়ে সামাজিকমাধ্যমে মিমের ছড়াছড়ি। এবার নাতনির শোয়ে এসে মেয়ে শ্বেতার দিকে তাকিয়ে চোখ রাঙালেন জয়া।
মেয়ে শ্বেতাকে এমনিতেই অনেক ভালোবাসেন জয়া। সম্প্রতি নিজেই জানিয়েছেন ছেলে অভিষেকের থেকে অনেকটা কাছের মেয়ে। বচ্চন পরিবারের প্রতীক্ষা বাংলোটিও মেয়ে নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু এবার সেই মেয়ের কথাতেও যেন বিরক্তি তার চোখে মুখে।
নব্যার শোয়ে এসে বচ্চন পরিবারের তিন প্রজন্মের নারীরা একে অন্যকে নিয়ে খোলামেলা আড্ডা দিয়ে থাকেন। আগামী পর্বে নব্যা তার মা ও দাদিকে ত্বকের যত্ন তারা কীভাবে নেন সে কথা জিজ্ঞেস করেন। নব্যার মা শ্বেতা জানান, তিনি ত্বকের যত্ন নিতেন টোনার থেকে শুরু করে, ভিটামিন সি সিরাম-সহ নানা কিছু ব্যবহার করেন। তাতেই চোখ ঘুরিয়ে মেয়েকে দেখে নেন জয়া।
অন্যদিকে শ্বেতা জানান, জয়া নাকি চুল ভালো রাখতে পেঁয়াজের রস লাগান। মেয়ে তার এ পদ্ধতি প্রকাশ্যে বলে দিতেই খানিক বিব্রত হন অভিনেত্রী।
করণ জোহরের শোয়ে এসে শ্বেতা স্বীকার তাদের মা-মেয়ের প্রায়ই রাগারাগি হয়। শ্বেতা বলেন, ‘মায়ের সঙ্গে যদি ফোনে ঝগড়া হয়, আমি রাগারাগি করে মাঝেমধ্যে ফোন কেটে দিই।’ তা নিয়েও নাকি শ্বেতার সঙ্গে অশান্তি করেন জয়া।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ