ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

হানিফ সংকেতের 'ইত্যাদি' এবার সোনারগাঁয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২১, ০২:২৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭

দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতিবারই মূল আকর্ষণ থাকে এর চিত্রায়নের স্থান। কেননা অনেক বছর ধরেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানে ইত্যাদি ধারণ করা হচ্ছে।

সেই ধারাবাহিকতায় এবারের ইত্যাদি ধারন করা হবে বাংলার প্রাচীন রাজধানী ও ইতিহাস-ঐতিহ্যে ঘেরা সোনারগাঁয়ে। নারায়ণগঞ্জের এই ছোট শহরের লোক ও কারুশিল্প জাদুঘর প্রাঙ্গণে হবে ইত্যাদির শুটিং।

ইতিমধ্যেই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরে স্থান পরিদর্শন করেছেন ইত্যাদির পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেত।

এদিকে সোনারগাঁয়ে ইত্যাদি ধারন হবে শুনে স্থানীয়দের মাঝে ইতোমধ্যে আনন্দ বিরাজ করছে। সরাসরি অনুষ্ঠানটি উপভোগের আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। তবে করোনার কারণে গত পর্বের ইত্যাদি ছিল দর্শকশূন্য। এবারও কি সেই রীতি থাকবে নাকি দর্শকদের নিয়েই জমজমাট আয়োজনে ইত্যাদি হবে, তা এখনো জানা যায়নি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ