শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সুনিধি নাকি কণিকা, কে আসছেন?

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৬

আন্তর্জাতিক তারকাদের নিয়ে জমকালো আয়োজন করতে চলেছেন পাওয়ার কাপল টিএম (তাপস-মুন্নী)। ইতোমধ্যেই চলছে ফেসবুকে প্রচারণা ও পোল। এবার সেই তালিকায় যোগ হলেন বলিউড সঙ্গীত তারকা সুনিধি চৌহান ও কণিকা কাপুর। দুজনের মধ্যে কাকে দেখতে চায় ঢাকার দর্শক?

এ নিয়ে শুরু হয়েছে ফেসবুক পোল। এ দুই গায়িকার ভক্তদের ভোটের লড়াইয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন ‘ধুম মাচালে’র গায়িকা সুনিধি চৌহান। তবে কণিকার ভক্তরা চাইলে আবার ঢাকার মঞ্চে দেখা যাবে ‘বেবি ডল’ কিংবা বাংলাদেশের ‘আমি ডানা কাটা পরী’ গানের এ গায়িকাকেও।

এদিকে, অন্য পোলগুলোতে দর্শকদের ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন বলিউডের দুই সুপারস্টার শহিদ কাপুর ও জ্যাকলিন ফার্নান্দেজ।

টিএম নেটওয়ার্ক’র প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ফেসবুক পেজে হাজারো দর্শক-শ্রোতা ভোটে অংশ নিচ্ছেন। উন্মুক্ত পোলটিতে যে কেউ গিয়ে পছন্দের তারকাকে ভোট দিয়ে আসার সুযোগ থাকছে।

পোল-এ এখন পর্যন্ত ৬৪% ভোট পেয়ে এগিয়ে আছেন জ্যাকলিন। অন্যদিকে ৩৪% ভোট নিয়ে পিছিয়ে আছেন কৃতি শ্যানন। আর ঢাকার দর্শকদের ভোটে রণবীর সিং পেয়েছেন মাত্র ১৯% ভোট। ৮১% ভোট নিয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন শহিদ কাপুর।

ঢাকার মঞ্চে বলিউড তারকাদের সবচেয়ে বড় পারফরমেন্স শো’র আয়োজন করতে চলেছেন ‘পাওয়ার কাপল’ খ্যাত তাপস-মুন্নি তথা টিএম। তাদের প্রতিষ্ঠিত দেশের অন্যতম বৃহৎ ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্সের মাধ্যমে চলতি বছরই এ ইভেন্ট বাস্তবায়িত হতে যাচ্ছে।

জানা গেছে, আসছে সেপ্টেম্বরেই এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার আয়োজন ও প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে বছরের শুরু থেকেই।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ