বলিউডে এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা অনন্যা পাণ্ডে। ইন্ডাস্ট্রিতে এখনো পায়ের তলার মাটি মজবুত না হলেও তারকাসন্তান হাওয়ায় লাইমলাইটে থাকেন তিনি। তবে পান থেকে চুন খসলে শুনতে হয় কটু কথা।
এই যেমন সম্প্রতি প্যারিস হউটে কোচার উইকের মার্জার সরণিতে প্রথমবার হেঁটেছেন অনন্যা। সম্প্রীতি ফ্যাশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় শোয়ে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী। আর নতুন এই মুকুটে বেজায় খুশি হলেও নেটপাড়ার একাংশ নেতিবাচক কথা বলছেন তার পোশাক দেখে। রাহুল মিশ্রর ডিজাইন করা সুপারহিরো কালেকশনে দেখা গেছে অনন্যা পাণ্ডেকে। দেখতে আউট অব দ্য বক্স বটে! তবে অনন্যা কিন্তু বেশ সাহসিকতার সঙ্গে সেই ব্লাউজ ক্যারি করেছেন। নিজেই সেই ছবি পোস্ট করে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। তার বুকের ওপর দেখা গেল, বড় একটা ফড়িং। আবার শুঁড়ও রয়েছে। আর সেটাতেই ঢাকা স্তনযুগল। এ পোশাক দেখেই নিন্দুকদের একাংশ ট্রল করা শুরু করেছেন।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ