ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকার এক সিনেমায় ভারতের ১৯ অভিনয় শিল্পী!

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৮
শ্রাবন্তি, স্বস্তিকাসহ টালিউডের কয়েকজন অভিনেত্রী

একটা সময় টালিউডের সিনেমা মানেই নতুনত্বের ছড়াছড়ি। নতুন গল্প, ভিন্নধর্মী গান এবং অভিনেতা-অভিনেত্রীদের চরিত্রায়নে ছিল মনোমুগ্ধকর পরিবেশ। সময় যত যাচ্ছে ততই জৌলুস হারাচ্ছে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি, এমনকি বলিউডও। শিল্পীরা কাজ করছেন বিভিন্ন স্থানে।

সম্প্রীতি ‘নলিনী’ নামের বাংলাদেশের একটি সিনেমায় ভারতের ১৯ শিল্পী অভিনয়ের অনুমতি পেয়েছেন। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড। সিনেমাটি পরিচালনা করবেন উজ্জ্বল চ্যাটার্জি। এর আগে যিনি ‘ভূমিকা’, ‘এস্কেপ ফ্রম তালিবান’, ‘গণ্ডি’, ‘কালরাত্রি’, ‘উত্থান’, ‘স্বভূমি’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন।

নলিনী সিনেমার ভারতীয় অভিনয়শিল্পীরা হচ্ছেন- সায়ী মঞ্জেরকর, পরান বন্দ্যোপাধ্যায়, মহেশ মঞ্জেরকর, অর্জুন চক্রবর্তী, ভিক্টর ব্যানার্জি, শর্মিলা ঠাকুর, সীমা দেশমুখ, লিলি চক্রবর্তী, বাদশা মিত্র, ঋতাভরী চক্রবর্তী, টোটা রায়চৌধুরী, সমুদ্রনীল, শুভজিৎ দাস ও রণজয় বিষ্ণু।

সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ভারতীয় শিল্পীদের নলিনী সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার কথা জানানো হয়েছে। পাশাপাশি তাদের পারিশ্রমিক ও অন্যান্য খরচ বাবদ দুই কোটি রুপির বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ লাখ রুপি ব্যাংকিং চ্যানেলে ভারতে পাঠানোর অনুমতিও দেওয়া হয়।

সিনেমাটির চিত্রনাট্যকার হিসেবে ড. তনিমা ভট্টাচার্য ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে রয়েছে সাগরিকা চ্যাটার্জির নাম। চিত্রগ্রহণে থাকছেন অভীক মুখোপাধ্যায়। ভারতীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও অভিনয় করবেন এতে। তবে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

এদিকে ওপার বাংলার অভিনেত্রীরা ইতোমধ্যেই কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন ঢালিউডে। এর পেছনের কারণ- বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী টালিউডে জায়গা পাকাপোক্ত করেছেন। এ নিয়ে ওপার বাংলার অভিনেত্রীদের ভেতর কিছুটা ক্ষোভও আছে। স্বস্তিকা মুখার্জি তো ঢাকায় এসে বলেছেন, কলকাতায় বাংলাদেশের শিল্পীরা যত সুযোগ পান, সে তুলনায় বাংলাদেশে আমাদের কাজের সুযোগ বেশ কম।

শুধু কলকাতাই নয়, ভারতীয় অভিনেত্রীরা ঢাকামুখী হওয়ার কারণ হচ্ছে- টালিউড এবং বলিউডের চলমান মন্দা।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ