একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা তামান্না এখন প্রবাসে আছেন। সিনেমায় নাম লেখানোর আগে থেকেই পরিবারের সঙ্গে তিনি সুইডেনে থাকতেন। পরবর্তীতে সিনেমা থেকে দূরে গিয়ে আবার প্রবাসজীবন বেছে নেন তিনি।
ঢাকাই সিনেমাতে খুব অল্প দিনের ক্যারিয়ার হলেও দারুণভাবে আলো ছড়িয়েছিলেন তামান্না। ক্যারিয়ারের শুরুতেই শহীদুল ইসলাম খোকনের ‘ভণ্ড’ ছবির মাধ্যমে তারকাখ্যাতি পান তামান্না। এরপর অভিনয় করেছেন বাপ্পারাজ, রুবেল, রিয়াজ, শাকিল খান, মান্নার মতো জনপ্রিয় চিত্রনায়কদের সঙ্গে।
সুইডেনেই বেড়ে ওঠা তামান্না অনেকটা মা-বাবার অমতেই চলচ্চিত্রে কাজ শুরু করেন। অভিনয়ের জন্য চলে আসেন ঢাকায়। এরপর তারকাখ্যাতি পেলে অভিনয়ে থিতু হতে থাকেন। কিন্তু তামান্নার ক্যারিয়ারে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় যেন সম্পর্ক। প্রেমের সম্পর্কে জড়িয়েই নানা দ্বিধায় ভুগতে থাকেন।
তামান্না বলেন, ‘এটাকে আমি প্রেম বলব না। আমি বলতে চাই, ওটা আমার একটা ভুল ছিল। একজন ভুল মানুষকে জীবনে বেছে নিয়েছিলাম। তা নিয়ে আমার ভীষণ আক্ষেপও হয়।’
এখন দুই সন্তানকে বড় করেছেন। পাশাপাশি মাঝে কয়েক বছর একা থাকার পর একজন গুজরাটি মুসলিমকে বিয়ে করে সংসারী হয়েছেন। থাকছেন সুইডেনেই। এখন নতুনভাবে আবারও নিজেকে চলচ্চিত্র বা অভিনয়ে ব্যস্ত রাখতে চান।
তামান্নার কথায়, ‘যদি কোনো অতিথি চরিত্রের কাজও হয়-সেটি করতে চাই। জীবনের অনেকগুলো বিকেলই তো পার হয়ে গেল। এখন এই ম্যাচিউরড সময়ে ভালো কিছু কাজ করে যেতে চাই।’ দীর্ঘদিন নিজের এক অশান্তির সংসার বয়ে বেড়িয়েছেন তামান্না।
তাই তার মতে, একজন শিল্পীর জীবন ধ্বংস করে দেয়ার জন্য বাজে পার্টনারই যথেষ্ট। তাই লাইফ পার্টনার বেছে নেয়ার সময় খুব হিসেব করেই নেয়া উচিত।’ তামান্না এখন সুইডেনেই থাকেন। তবে ভালো কাজের অফার পেলেই ছুটে চলে আসবেন ঢাকায়।
লাইট, ক্যামেরা, অ্যাকশন শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন তিনি।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ