ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রে গেছেন ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। এ সিনেমার তিন মিনিটের একটি ফাইট দৃশ্যের জন্য ৭০ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘আমরা সিনেমার ফাইটে যে বাজেট খরচ করেছি সেই টাকাতে আমাদের এশানে অনেক সিনেমা নির্মিত হয়। ফাইট আর গানে আমরা কোনো কমতি রাখতে চাই না। আমেরিকার বিভিন্ন রাজ্যে দুই সপ্তাহ ধরে শুটিং করব, যেসব লোকেশন শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনো দেখা যায়নি। সিনেমাটির গল্প-চিত্রনাট্য আমার। আমার জানা আছে কী কী এলিমেন্টস লাগবে। ‘প্রিয়তমা’র চেয়ে গল্প এবং নির্মাণে ভালো হবে আশা রাখি।’
শাকিব খান অভিনীত সিনেমার শুটিং শুরু হয় গত বছরের ডিসেম্বরে। সিনেমাটির নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান।
সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ