শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত চমক

প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০

তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন। বর্তমানে ছোট পর্দার বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। ভালোবাসা দিবসের একটি নাটকের শুটিং করছিলেন অভিনেত্রী রোকাইয়া জাহান চমক।

শুটিংয়ের ফাঁকে ক্ষণিকের বিরতি, আর সেই ফাঁকেই এলো ফোন। ফোন ধরেই চমক বললেন, শুটিং নিয়ে অনেক ব্যস্ত আছি।

মাসের প্রায় প্রতিদিনই শুটিংয়ে অংশ নিতে হচ্ছে। কথা বলার ফাঁকেই জানালেন, ভালোবাসা দিবস উপলক্ষ্যে নির্মিত নাটক নিয়ে। সেই সঙ্গে আরও জানালেন, এবারের ভালোবাসা দিবস উপলক্ষ্যে তার অভিনীত অর্ধডজন নাটক প্রচার হচ্ছে।

এরই মধ্যে শুটিং শেষ করেছেন রুবেল আনুশ পরিচালিত ‘তোমার প্রেমে অন্ধ’, সারোয়ার হোসেনের ‘ভালোবাসা তুমি আমি’, মোস্তফা তারিক হাদির ‘দ্য লাস্ট হানিমুন’ এবং পরিচালক বাপ্পি খানের একটি নাটক।

চমক বলেন, ‘ভালোবাসা দিবসের কাজকেই এখন বেশি প্রায়োরিটি দিচ্ছি। এরই মধ্যে চারটি নাটকের শুটিং শেষ করলাম। আরও কিছু নাটকের শিডিউল দেয়া রয়েছে। সব নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হবো। গল্পগুলোও বেশ মিষ্টি। দর্শকের পছন্দ হবে।’

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ