শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নন্দিত অভিনেতা আহমেদ রুবেল আর নেই 

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯

দুই পর্দার দর্শকপ্রিয়, নন্দিত অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।

তবে এখন পর্যন্ত আহমেদ রুবেলের মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে রুবেল অভিনীত সিনেমা পেয়ারার সুবাস। আজ বুধবার সন্ধ্যায় ছবিটির বিশেষ প্রদর্শনীতে যোদ্গ দেওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই চলে গেলেন জীবনের লেনাদেনা চুকিয়ে।

আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা ঢাকায়। তিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করতেন।

রুবেলের অভিনয়ে হাতেখড়ি সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ -এর মাধ্যমে। তিনি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’নাটকের মাধ্যমে ছোটপর্দায় পথচলা শুরু করেন। তাকে জনপ্রিয়তা এনে দেয় হুমায়ূন আহমেদের নাটক ‘পোকা’। এতে তার চরিত্রের নাম ছিল ‘গোরা মজিদ’ ।

নয়াশতাব্দী/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ