শোবিজে তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। ইদানিং যেনো এই ব্যাপারটা দিন দিন বেড়েই চলেছে। এবার বিয়ের ১১ বছর পর সংসার ভাঙল বলিউড অভিনেত্রী এশা দেওলের। ভরত তখতানির সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতীয় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনেত্রী বলেন, ‘আমরা পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই বাঁকবদলের সময় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সন্তান। আশা করব, আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হবে।’
রাধ্য ও মারিয়া নামের এশা ও ভরতের দুই কন্যাসন্তান আছে। ২০১২ সালে ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। এশা ও ভারতের সংসার কেন ভাঙল, সে বিষয় জানা যায়নি। গত বছর বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন এশা।
উল্লেখ্য, ২০০২ সালে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘কোই মেরে দিল সে পুছে’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় এশার। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান এশা। এরপর এশাকে দেখা যায় ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘কাল’ ইত্যাদি সিনেমায়।
নয়া শতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ