শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আনন্দে কেঁদেছিলেন দেবাংশি

প্রকাশনার সময়: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮

সবে অভিনয় জীবন শুরু করেছেন দেবাংশি সেন। শুরুতেই সাফল্যের স্বাদ উপভোগ করছেন এই নবাগত অভিনেত্রী। তাঁকে দেখা গেছে ডিজনি প্লাস হটস্টারের সিরিজ ‘কর্মা কলিং’-এ। সিরিজটিকে ঘিরে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন দেবাংশি।

রুচি নারেন পরিচালিত সিরিজে দেবাংশিকে দেখা গেছে রাভিনা ট্যান্ডনের মেয়ের চরিত্রে। এই সিরিজের মাধ্যমে অভিনেত্রী হিসেবে খাতা খুললেন তিনি। ভারতের অমর উজালা পত্রিকাকে এক সাক্ষাৎকারে দেবাংশি জানিয়েছেন, রাভিনার মেয়ের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত ছিলেন তিনি।

এই অভিনেত্রী বলেন, ‘এই সিরিজে আমার অভিনয়ের কথা জানতে পেরে প্রথমে আনন্দে চিৎকার করে উঠেছিলাম। চোখ বেয়ে অঝোরে জল পড়েছিল। আমার মা–বাবাও অবাক হয়েছিলেন। তাঁরা জিজ্ঞেস করছিলেন, এই চরিত্রে আমি কী করে অভিনয়ের সুযোগ পেলাম। রাভিনা ট্যান্ডনের মেয়ের চরিত্রে অভিনয় করা দারুণ অভিজ্ঞতা ছিল। মা সবাইকে ফোন করে এই খুশির খবর জানিয়েছিলেন। আমার বন্ধু বা পরিবারের কেউই ছবির দুনিয়ার নন। তাই সবাই আরও বেশি অবাক হয়েছিলেন।’

পর্দার মা রাভিনার প্রসঙ্গে দেবাংশি বলেন, ‘এমনিতে আমি খুব বকবক করি। কিন্তু রাভিনা ম্যামের সঙ্গে যখন প্রথম দেখা হয়, তখন আমার মুখ থেকে যেন কথা হারিয়ে গিয়েছিল। সত্যি বলতে, তাঁকে সামনে থেকে দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি সত্যি খুব ভাগ্যবতী রাভিনা ম্যামের মতো অভিজ্ঞ অভিনেত্রীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছি। সেটে তিনি আমাকে সহজ করে দিয়েছেন। তাঁর কাছ থেকে আমি অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ।’

এই সাক্ষাৎকারে পরিচালক রুচি নারেনেরও প্রশংসা করেন দেবাংশি। তিনি বলেন, ‘রুচি মানুষ হিসেবে দুর্দান্ত। তিনি সেটে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। শুটিংয়ে আমাকে সহজ করে দিয়েছেন। সিরিজে আমার কিছু অন্তরঙ্গ দৃশ্য ছিল। দৃশ্যগুলো নিয়ে আমি একটু ভয়ে ছিলাম। রুচি আমাকে সহজ করে দিয়েছেন।’ ৬ ফেব্রুয়ারি ডিজনি প্লাস হটস্টারের মুক্তি পেয়েছে ‘কর্মা কলিং’।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ