বর্তমানে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে ঢাকাই সিনেমায় পা রাখলেও সম্প্রতি নায়িকা হিসেবে বেশ কিছু ছবিতে কাজ করছেন এ গ্ল্যামারগার্ল। বেশ কিছু দিন নিজেকে আড়াল করে রেখেছিলেন।
হঠাৎ কাজে ফিরেছেন পূজা চেরি। ফিরেই একের পর এক নতুন ছবি ও বিজ্ঞাপনচিত্রের খবর দিচ্ছেন।
ইমরান মাহমুদুল গানের মানুষ, পূজা চেরি অভিনেত্রী। দুজনের সম্পর্কটা দারুণ। দুজন অপেক্ষায় ছিলেন একসঙ্গে কাজ করার। কিন্তু পূজা তো গানের ভিডিওতে মডেল হন না, তাই ব্যাটে-বলে মেলেনি। প্রথমবার একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন দুজন। এ সপ্তাহেই ঢাকায় বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে।
এ বিষয়ে পূজা বলেন, ‘ইমরানের সঙ্গে মডেলিং করে ভালো লেগেছে। গায়কের সঙ্গে নায়িকার রসায়ন কেমন জমেছে সেটা দর্শকই বিচার করবেন।’
রোজার ঈদে মুক্তি পাবে পূজা ও আদর আজাদ অভিনীত ‘নাকফুল’। আলোক হাসান পরিচালিত ছবিটি নিয়ে দারুণ আশাবাদী পূজা। কোরবানির ঈদের আরেকটি ছবি হাতে নিয়েছেন। পরিচালক ও সহ-অভিনেতার কথা এখনই জানাতে চান না পূজা। মার্চে শুরু হবে শুটিং, এ তথ্য অবশ্য জানালেন পূজা নিজেই।
গত সোমবার কামরুজ্জামান রোমানের ‘লিপস্টিক’-এর শুটিং করছি আফতাবনগরে। শিগগিরই ছবিটির শুটিং শেষ হবে। এরপর শুরু করব ‘দরদিয়া’র শুটিং। এর মধ্যে আবার আমার সবচেয়ে প্রিয় ঘর জাজ মাল্টিমিডিয়া শুরু করবে ‘লজ্জা’র শুটিং। বলতে পারেন, ২০২৪ সাল আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে থাকবে, নতুন কাজের খবর জানিয়ে বললেন পূজা।
মাহমুদুর রহমান হিমির ওয়েব ছবি ‘পরী’ দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছিল পূজার। সুমন ধরের সিরিজ ‘প্যারাসাইকোলজি’ করেছিলেন। তবে আপাতত আর এ মাধ্যমে অভিনয় করবেন না পূজা। এরই মধ্যে কয়েকটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
পূজা বলেন, ‘ওটিটির গল্পগুলো একটু অন্য রকম হচ্ছে। নারীদের চরিত্রগুলো কেন যেন মনে হচ্ছে মসলাদার হিসেবে উপস্থিত করতে মরিয়া নির্মাতারা।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ