ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

নিজের গাড়ি থাকতেও অটোতে কেন চড়েন দেব

প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৭

টালিগঞ্জে দীর্ঘ ১৮ বছর ধরে ধাপিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক দেব। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই থেকে কলকাতা এসে শুরু হয় তার যাত্রা। এখন তিনি টলিউডের সুপারস্টার। গড়েছেন নিজের প্রযোজনা সংস্থাও।

সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমে নিজের ফেলে আসা দিনগুলো নিয়ে স্মৃতিচারণ করেন টালিগঞ্জের এই নায়ক। এক সাক্ষাৎকারে হিন্দুস্তান টাইমসকে তিনি জানান, মুম্বাই থেকে যখন কলকাতা এসেছিলেন তখন তার কাছে ট্যাক্সি চড়াটাও বিলাসিতা ছিল। শুটিংয়ে যেতাম মেট্রোতে চেপে।

দেব জানান, কয়েকটা বছর পেরোলে নিজের যোগ্যতায় গাড়ি, বাড়ি সব করেছেন তিনি। তবুও নিজের শিকড় ভোলেননি তাই এখনও মাঝে মাঝে ট্যাক্সি, অটো করে যাতায়াত করেন এই সুপাস্টার। তবে প্রোডাকশন থেকে টাকা পেলে কোনও কোনও দিন ফেরার সময় ট্যাক্সি করতেন।

দেব আরও জানান, তিনি দিল্লিতে সাংসদ ভবনে গেলেও ট্যাক্সি করেই যান। মুম্বাইয়ে গেলে চড়েন অটোতে।

এ বছর টলিউডে ১৮ বছর পূর্ণ করেছেন দেব। এই সময়ে নিজেকে ভেঙেছেন, গড়েছেন, নতুন নতুন চরিত্রে দর্শকদের সামনে নিজেকে তুলে ধরেছেন দেব।

নয়াশতাব্দী/ডিএ/একে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ