কোভিড মহামারির পর কনসার্টে ফেরার ঘোষণা দিয়েছিল জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে। এর আগে অষ্টম অ্যালবাম, ‘এভরিডে লাইফ’ (২০১৯) প্রকাশের পর কোল্ডপ্লে এর ভোকালিস্ট ক্রিস মার্টিন বলেছিলেন, কনসার্ট পরিবেশবান্ধব হবে এমনটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা পারফর্ম করবেন না।
এশিয়ার দেশগুলোতে কনসার্টের সময়সূচির ঘোষণার আগে থেকেই বাংলাদেশি সংগীতপ্রেমীদের মনে এ নিয়ে জল্পনা তৈরি হয়। প্রত্যাশা ছিল- অন্তত প্রতিবেশি দেশ ভারতে একটি কনসার্ট হবে। তবে তা পূরণ হয়নি। এর কাছাকাছি, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে একাধিক শো-এর ঘোষণা দেয় কোল্ডপ্লে।
ঘোষণার পর থেকেই ওয়েবসাইটগুলোতে টিকিট কেনার হিড়িক পড়ে যায়। গত কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা মিলছে বাংলাদেশি সংগীতপ্রেমীদের সিঙ্গাপুর ও ব্যাংকক যাত্রার খবর।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ