ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন যারা

প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮
বিলি এইলিশ। ছবি- বিবিসি

অনুষ্ঠিত হয়ে গেল গ্র্যামি অ্যাওয়ার্ড-২০২৪। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত এবারের আয়োজনে বিলি এইলিশ, টেইলর সুইফ্ট, মাইলি সাইরাস, জাকির হুসেন, শঙ্কর মহাদেবনসহ পুরস্কার জিতেছেন আরও অনেকেই। এমনকি চারবার এই পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন টেইলর সুইফ্ট।

সঙ্গীত জগতের জন্য এবারের সবচেয়ে বড় অনুষ্ঠানের রাত ছিল রোববারের (৪ ফেব্রুয়ারি) রাত। তরকাখচিত এই অ্যাওয়ার্ড শো শেষ হয় দুর্দান্তভাবেই। একাধিক জগতসেরা শিল্পী সম্মানিত হয়েছেন গ্র্যামি পুরস্কারের মাধ্যমে। এর মধ্যে কে কে জিতবেন, সেটা আগেই বোঝা গিয়েছিল। আবার বেশ কিছু নতুন চমকও ছিল।

তাহলে একনজরে দেখে নেওয়া যাক, কে কে জিতলেন এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড-

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪

এবার রেকর্ড অব দ্য ইয়ার, অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার সবই পেয়েছেন বিলি এইলিশ এবং তার ভাই ফিনিয়াস। তারা এই পুরস্কার পেয়েছেন হোয়াট ওয়াজ আই মেড ফর গানটির জন্য যা বার্বি ছবিতে ছিল।

অন্যদিকে সেরা পপ ভোকাল অ্যালবামের জন্য পুরস্কার পেয়েছেন টেইলর সুইফ্ট। তিনি এই খেতাব জিতেছেন মিডনাইট অ্যালবামের জন্য। সেরা সোলো পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছেন মাইলি সাইরাস। আর সেরা পপ ডুয়ো বা গ্রুপ পারফরমেন্সের জন্য খেতাব জেতে ঘোস্ট ইন দ্য মেশিন গানটি অর্থাৎ এসজেডএ।

এবারে নন ক্লাসিক্যাল সংরাইটার অন দ্য অ্যাওয়ার্ড পেয়েছেন থেরন থমাস। আর নন ক্লাসিক্যাল প্রোডিউসার অব দ্য অ্যাওয়ার্ড পেয়েছেন জ্যাক অ্যাটনফ। সেরা ইলেকট্রিক্যাল রেকর্ডিংয়ের জন্য পুরস্কার পেয়েছে রাম্বল। আর সেরা আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে জাগুয়ার-২।

সেরা প্রগ্রেসিভ আর অ্যান্ড বি অ্যালবাম পেয়েছে এসওএস। গুড মর্নিং সেরা ট্র্যাডিশনাল আর অ্যান্ড বি পারফরমেন্সের জন্য পুরস্কার পেয়েছে। সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবামের খেতাব জিতেছে দ্য রেকর্ড।

অন্যান্য বিভাগে কে কি পুরস্কার পেলেন-

সেরা অল্টারনেটিভ মিউজিক পারফরমেন্স: দিস ইজ হোয়াই।

সেরা রক অ্যালবাম: দিস ইজ হোয়াই।

সেরা রক সং: নট স্ট্রং এনাফ।

সেরা মেটাল পারফরমেন্স: ৭২ সিজনস, মেটালিকা।

সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম, ক্লাসিক্যাল: কন্টেম্পোরারি আমেরিকান কম্পোজার।

প্রোডিউসার অব দ্য ইয়ার: এলেইন মার্টন।

সেরা ইমার্সিভ অডিও অ্যালবাম: দ্য ডায়েরি অব অ্যালিসিয়া কিজ।

সেরা ইন্সট্রুমেন্টাল কম্পোজিশন: হেলেনাজ থিম।

সেরা অর্কেস্ট্রাল পারফরমেন্স: এডিস: দান্তে

সেরা চেম্বার মিউজিক: রাফ ম্যাজিক, রুমফুল অব টিথ।

সেরা মিউজিক ভিডিয়ো: আই অ্যাম ওনলি স্লিপিং।

সেরা মিউজিক ফিল্ম: মুনেজ ডেড্রিম।

সেরা রেকর্ডিং প্যাকেজ: স্টাম্পওয়ার্ক।

সেরা কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া: বার্বি দ্য অ্যালবাম।

সেরা কমেডি অ্যালবাম: হোয়াটস ইন নেম

সেরা আফ্রিকান মিউজিক: ওয়াটার, টেলা।

সেরা র‍্যাপ পারফরমেন্স: সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ