অমিতাভ বচ্চন ও শাহরুখ খান—এই দুজন তারকাই ‘ডন’-ফ্র্যাঞ্চাইজি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছেন। এবার সেই পালে নতুন হাওয়া দিয়ে হাজির হচ্ছেন রণবীর সিং। অবশেষে রণবীরকে নিয়েই শুরু হচ্ছে ‘ডন-৩’-এর যাত্রা! তবে অমিতাভ-শাহরুখের পথে হাটায়, রণবীরকে কম সমালোচনা শুনতে হয়নি। অভিনেতার দিকে ধেয়ে এসেছে অনেক কটাক্ষ।
তবে রণবীর সে সবে কান দেননি। ‘ডন-৩’-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। অবশেষে দীর্ঘ টালবাহানার পর এই সিনেমার শুটিং শুরু হচ্ছে। বলিপাড়ার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের আগস্টে এ সিনেমার শুটিং শুরু হবে।
এদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। ১৯৭৮ সালে মুক্তি পাওয়া চন্দ্র বারোট পরিচালিত ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি থেকে অনুপ্রাণিত হয়ে ২০০৬ সালে ‘ডন’ বানিয়েছিলেন পরিচালক ফারহান আখতার। ‘ডন’ হিসাবে শাহরুখকে গ্রহণ করেছিলেন অনুরাগীরা। ‘ডন’-এর জনপ্রিয়তা ও সাফল্যে উৎসাহ পেয়ে বছর পাঁচেক পরে ২০১১ সালে ‘ডন-২’ বানান ফারহান।
ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও ফারহান ও শাহরুখের জুটি হিট। তার পর থেকেই ‘ডন-৩’ ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক ও অনুরাগীরা। প্রায় এক যুগ পর আলোচনা শুরু হয়েছে সেই ছবি নিয়ে। তবে এ বার আর ‘ডন’-এর চরিত্রে ফিরছেন না শাহরুখ। ‘ডন-৩’ ছবিতে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিং কে। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘ডন’ হিসাবে রণবীরের লুক।
নয়া শতাব্দী /আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ