ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন। পাশাপাশি সমাজমাধ্যমেও বেশ সক্রিয়। মাঝেমধ্যেই আকর্ষণীয় লুকে ছবি দিয়ে ভক্তদের নজর কাড়েন তিশা। সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখছেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে তিশা সদ্যই শেষ করেছেন নতুন ওয়েব ফিল্মের কাজ। নাম ‘পয়জন’। এতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে তিশাকে। ছবিটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয় সমাদ্দার। গত বছর কলকাতার নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’ সিনেমা বানিয়ে চমক দেখিয়েছেন তিনি। নতুন করে সিনেমার জন্য তৈরি হচ্ছেন। তার আগে শেষ করলেন পয়জন।
এক নায়িকার আলো-অন্ধকারের গল্প নিয়ে দীপ্ত প্লের জন্য নতুন ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সঞ্জয় সমাদ্দার। এর শুটিং হয়েছে ঢাকা এবং বাইরের বিভিন্ন লোকেশনে। খুব শিগগিরই ছবিটি দীপ্ত প্লেতে দেখা যাবে বলে নিশ্চিত করেন সঞ্জয়।
তিনি তিশাকে নিয়ে এ ছবির কাজ প্রসঙ্গে বলেন, ‘তিশা দারুণ একজন শিল্পী। সে একটি ভালো চিত্রনাট্য, গল্প ও চরিত্রের ব্যাপারে খুবই চুজি। তাকে নিয়ে কাজ করতে গেলে কিছু অসাধারণ অভিজ্ঞতা হয়। আমার বিশ্বাস, তানজিন তিশাকে নতুনভাবে হাজির করবে পয়জন।’
ওয়েব ফিল্মটি নিয়ে আশাবাদী তিশাও। তিনি বলেন, ‘সঞ্জয় সমাদ্দার দাদা খুব যত্ন নিয়ে কাজ করেন। তার প্রতিটি কাজ দেখলেই সেই যত্নের ছাপটা পাওয়া যায়। প্রতিটি চরিত্রকে তিনি গুরুত্ব দেন। আর চরিত্রগুলোকে মজবুতভাবে পর্দায় তুলে আনেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ