মাত্র ৩২ বছর বয়সে মারা গেলেন ভারতের বহুল আলোচিত অভিনেত্রী পুনম পাণ্ডে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে পুনমের ম্যানেজার অভিনেত্রীর ভেরিফায়েড ইন্সটাগ্রাম একাউন্ট থেকে তার মৃত্যুর তথ্য জানান। তিনি লেখেন, গত রাতে পুনমের মৃত্যু হয়েছে।
এ পোস্টে আরও জানানো হয়, বেশ কিছুদিন ধরেই সার্ভিকাল ক্যানসারে (জরায়ু ক্যানসার) ভুগছিলেন অভিনেত্রী পুনম।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ইনস্টাগ্রাম পোস্টটি প্রকাশের সঙ্গে সঙ্গে হতবাক হয়ে পড়ে নেটিজেনরা। এমনকি অনেকে প্রশ্ন তুলেছেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়েও। কিছু ভক্তের দাবি, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল।
তবে বরাবরই বিতর্কিত ছিল পুনম পান্ডের জীবনযাপন। ভারতের কানপুরে জন্ম পুনমের। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু। ২০১৩ সালে বলিউডে পা রাখেন পুনম। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। তবে খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় অ্যাডাল্ট স্টার তকমা। পোশাক থেকে অঙ্গভঙ্গি, বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে।
নয়াশতাব্দী/ডিএ/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ