ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুস্থ হয়ে বাসায় ফিরলেন জাহিদ হাসান

প্রকাশনার সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০

চলতি সপ্তাহে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শ্বাসকষ্টের সমস্যার জন্যই এই অসুস্থতা তার। এ অবস্থায় অ্যাজমার সমস্যা প্রকট হওয়ার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে বর্তমানে আগের থেকে অনেকটাই ভালো আছেন তিনি। গত ৩০ জানুয়ারি শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় নেয়া হয়েছে তাকে। আর এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবীব নাসিম।

আহসান হাবীব বলেন, শীতকালে জাহিদ হাসান ভাইয়ের এই সমস্যা হয়। তবে এটা কোনো বড় ব্যাপার নয়। বর্তমানে সুস্থ আছেন তিনি। এখন বাসায় আছেন। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। এর আগে গত ২৯ জানুয়ারি রাতে জাহিদ হাসানের স্ত্রী অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ জানান―আপনাদের প্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। এ ছাড়া সবার কাছে তার জন্য দোয়া চান অভিনেত্রী।

জানা গেছে, গত ১০ জানুয়ারি একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার জন্য নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখানে যাওয়ার পর ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে ১৭ জানুয়ারি শুটিং শেষ করে নেপাল থেকে ঢাকায় ফিরে সাধারণ চেকআপের জন্য হাসপাতালে যান।

কিন্তু শারীরিবক অবস্থার বেগতিক দেখে চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেন অভিনেতাকে। প্রসঙ্গত, নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে এখনো নিয়মিত বিভিন্ন নাটকে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও ব্যস্ত থাকেন। গত কয়েক বছর ধরে ঈদ কেন্দ্রিক বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে থাকে তার নাটক।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ