শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

এবার ছেলের জন্য আমির ছুটলেন জাপানে

প্রকাশনার সময়: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০

কয়েক দিন আগেই মেয়ে আইরা খানের বিয়ে দিলেন আমির খান। ৩ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি টানা চলে আমির-কন্যার বিয়ের নানা অনুষ্ঠান। মেয়ের বিয়ে মিটতে না মিটতেই এবার জাপান ছুটলেন বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিষ্ট’।

মেয়ে ছাড়াও আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত ও তার রয়েছে আর এক ছেলে— জুনেইদ খান। খুব শিগগিরই বলিউডে অভিষেক হবে জুনেইদের। ছেলের অভিষেকের খুটিনাটি সবটাই তদারকি করছেন বাবা আমির।

জুনেইদের প্রথম সিনেমাটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ‘মহারাজ’ নামে এই সিনেমাতে নায়ক হিসাবে দেখা যাবে জুনেইদকে। তবে বড় পর্দায় নয়, সিনেমা মুক্তি পাবে মুঠোপর্দায়। ঠিক যেমনটা হয়েছে সুহানা খান, অগস্ত্য নন্দা, খুশি কাপুরদের ক্ষেত্রে। তাদের ‘দ্য আর্চিজ’ মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। তেমনই জুনেইদের ‘মহারাজ’ও মুক্তি পাবে নেটফ্লিক্সে। তবে জুনেইদের দ্বিতীয় সিনেমা মুক্তি পাবে বড় পর্দায়। তার প্রস্তুতিতে কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না বাবা।

জুনেইদের দ্বিতীয় সিনেমা প্রযোজনার পরিকল্পনা করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। একটি ‘সুপারন্যাচরাল’ প্রেমের গল্প তৈরি করতে চলেছেন। ছবিতে নায়ক হিসাবে দেখা যাবে আমির-পুত্রকে। পরিচালনার দায়িত্বে থাকবেন সুনীল পাণ্ডে। জাপানে শুটিং হবে সিনেমার।

শোনা যাচ্ছে, বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুরকে দেখা যাবে জুনেইদের বিপরীতে। এরইমধ্যে নাকি সিনেমার এক অংশের শুটিং সারা হয়েছে মুম্বাইয়ে। একটা টিম পৌঁছে গেছে জাপানে।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ