পাকিস্তানের জনপ্রিয় গায়ক ওস্তাদ রাহাত ফতেহ আলি খান। তবে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর মাধ্যমে নেটিজেনদের কাছে কিছুটা হলেও জণপ্রিয়তা হারিয়েছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, পাকিস্তানি গায়ক রাহাত ফতেহ আলি খান তার গৃহকর্মীকে বেধড়ক পেটাচ্ছেন। তাও সামান্য একটা বোতলের জন্য!
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে গুলাম আব্বাস শাহ নামে এক গণমাধ্যমকর্মী রাহাত ফাতেহ আলী খানের ওই ভিডিওটি পোস্ট করেন। সেখানে গৃহকর্মীকে মারতে মারতে জনপ্রিয় এই গায়ক বলছেন, ‘আমার বোতল কোথায়?’ আর ক্রমাগত ওই ব্যক্তিকে মারতে থাকেন।
এসময়, ওই গৃহকর্মীকে গায়কের কাছে বারবার ক্ষমা চাইতেও দেখা যায়। ওই গৃহকর্মীকে বারবার বলতে শোনা যায়, ‘আমার কাছে কোনো বোতল নেই, স্যার’।
তবে তার কোনো কথা না শুনে, ক্রমাগত তাকে মেরেই চলেন পাকিস্তানের এই গায়ক। সঙ্গে ‘আমার ওই বোতল কোথায়? বোতল কোথায়?’ বলে চিৎকার করতে থাকেন।
জনপ্রিয় এই গায়কের এমন কাণ্ডে রীতিমত ‘ছিঃ ছিঃ’ করছেন নেটনাগরিকদের অনেকেই। অনেকেই গায়কের এমন ব্যবহারে হতবাক হয়েছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন।
এ ঘটনায় নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিওবার্তা দিয়েছেন রাহাত ফতেহ আলী খান। তিনি বলেন, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা একজন কর্মীকে ভালো কাজের জন্য যেমন ভালোবাসি, তেমনি সে ভুল করলে তাকে শাস্তিও দেই।
অন্যদিকে মার খাওয়া সেই গৃহকর্মী বলেন, ওই বোতলে আসলে কিছু পবিত্র পানি ছিল, আর সেটা আমি কোথায় রেখেছিলাম, তা ভুলে গিয়েছিলাম। তাই উনি মেরেছেন। এ ধরনের ভিডিও ছড়িয়ে লোকজন ঠিক করেনি।
এদিকে, গায়ক ক্ষমা চেয়ে নিয়েছেন উল্লেখ করে ফতেহ আলি খান বলেন, ‘ঘটনার পরই আমি ওর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি।’
নয়াশতাব্দী/এমএস/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ