বলিউডের ভার্সেটাইল অভিনেত্রী কৃতি শ্যানন। ২০২৩ সালটি তার জন্য সবকিছু মিলিয়ে ভালোই কেটেছে। তিনটি সিনেমা মুক্তির পাশাপাশি বিজ্ঞাপন ও মডেলিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। সেই ব্যস্ততা নতুন বছরেও চলমান।
চলতি বছরে কৃতি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে চার সিনেমা। তার মধ্যে প্রথম সিনেমা ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ মুক্তি পাবে ৯ ফেব্রুয়ারি। নতুন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।
সম্প্রতি এ সিনেমা নিয়ে বেঙ্গালুরুর একটি আইটি বিশ্ববিদ্যালয়ে যান কৃতি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সিনেমাটি নিয়ে প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হন।
একপর্যায়ে ইমোশনাল হয়ে পড়া কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি এর আগে অসংখ্য গল্পে অভিনয় করেছি। ঐতিহাসিক চরিত্রেও অভিনয় করেছি। তবে গল্পগুলো সেভাবে আমাকে স্পর্শ করেনি। কাজ করেই সন্তুষ্ট হয়েছি। তবে এবারের ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’র গল্প আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। গল্পের শেষে আমিও কেঁদেছি। কারণ সিনেমায় আমার চরিত্রটি একটি রোবটের।”
নয়া শতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ