শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিগ বসের ঘরে মানারার কিস, গোপন ফাঁস করলেন মুনাওয়ার

প্রকাশনার সময়: ২৫ জানুয়ারি ২০২৪, ১৩:২৬

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও পরিণীতি চোপড়ার চাচাতো বোন মানারা চোপড়া। দুই বোন বলিউডের পরিচিত মুখ হলেও, বলিপাড়ায় এখনও জায়গা করে উঠতে পারেননি মানারা।

তবে ‘বিগ বস-১৭’ সিজনে অন্যতম চর্চিত প্রতিযোগী তিনি। নিজের ব্যক্তিত্বের কারণেই এতোদিন এই রিয়্যালিটি শো-এর খেলায় এগিয়ে থেকেছেন এই লাস্যময়ী।

আর বাকি মাত্র চার দিন, তারপরই ফাইনাল। এরইমধ্যে সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন মানারা। এটা নিয়ে তিনি যতটা না আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় বিগ বসের ঘরে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে!

আগে থেকেই সহ-প্রতিযোগী মুনাওয়ার ফারুকির সঙ্গে বিশেষ এক সম্পর্ক তৈরি হয়েছে মানারার। সেই সম্পর্ক নাকি এখন আর নেহাত বন্ধুত্বে সীমাবদ্ধ নেই- দাবি ‘বিগ বস’-এর অন্য প্রতিযোগীদের। মুনাওয়ার ও মানারার রসায়ন চোখে পড়েছে দর্শকদেরও।

সামাজিক মাধ্যমের পাতায় ইতোমধ্যেই ‘মুন্নারা’ ট্যাগে তাদের জুটিতে সিলমোহর দিয়েছেন অনুরাগীরা। যদিও এই ঘরে বেশ টানাপোড়েনের মধ্য দিয়েই এগিয়েছে তাদের সম্পর্ক। মাঝে মুনাওয়ারের প্রাক্তন প্রেমিকা আয়েশা খান আসতেই আহত হন মানারা। যদিও শেষমেশ মিটমাট হয় দু’জনের মধ্যে।

তবে ফের ‘মুন্নরা’ জুটির ম্যাজিক দেখতে পাচ্ছেন দর্শক। সম্প্রতি তেমনই এক বিস্ফোরক দাবি করে বসেন ডোংরির ছেলে মুনাওয়ার।

গত মঙ্গলবারই (২৩ জানুয়ারি) ভোটে আউট হয়ে যান অঙ্কিতা লোখান্ডের স্বামী ভিকি জৈন। যার ফলে এখন সেরা পাঁচে পৌঁছে গেছেন অঙ্কিতা, মুনাওয়ার, অরুণ, মানারা ও অভিষেক।

আর ফাইনালে উঠতেই মানারাকে নিয়ে চাঞ্চল্যকর একটা দাবি করলেন মুনাওয়ার ফারুকি। জানালেন, দিওয়ালির রাতেই নাকি তাকে কিস (চুম্বন) দিয়েছেন মানারা। অঙ্কিতার কাছেই মানারাকে নিয়ে এমন মন্তব্য করেন মুনাওয়ার।

গত কয়েকটা দিন কথা বলাও বন্ধ ছিল মুনাওয়ার-অঙ্কিতার। তবে ভিকি জৈন শো থেকে বেরিয়ে যেতেই দুজনের মধ্যে দূরত্ব কমে গেছে। আবারও একে-অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। আর তার পরেই অঙ্কিতার কাছে মানারাকে নিয়ে এমন মন্তব্য করে বসেন মুনাওয়ার।

এবারের বিগ বসের দুর্দান্ত এই প্রতিযোগী জানান, মানারা তাকে কিস করেছেন। কথাটা বলার সময় মুনাওয়ার নিজের হাত দিয়ে কিস করার ইঙ্গিতও করে দেখান গালের দিকে।

যদিও অঙ্কিতা এসময় বাঁধা দিয়ে জানান যে, তিনি এ রকম কিছুই দেখেননি। পাল্টা মুনাওয়ার জানান, এতো দিন তিনি কাউকে বিষয়টা জানাননি।

মুনাওয়ার ফারুকি বলেন, ‘‘আমি খুবই অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। বরাবরই চেষ্টা করে এসেছি, যাতে দু’জনের মধ্যে একটা সীমারেখা বজায় থাকে। আমি এ নিয়ে ওর (মানারা) সঙ্গে কথা বলতেও চাইনি। আসলে ওকে আর অপ্রস্তুত করতেই চাইনি।’’

তবে মানারার দাবি, তিনি সবসময় মুনাওয়ারকে কেবল বন্ধু হিসেবেই দেখে এসেছেন।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ