শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অস্কার থেকে বাদ পড়ল ‘টুয়েলভথ ফেল’

প্রকাশনার সময়: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:১৯

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় মঞ্চ প্রস্তুত হচ্ছে। ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দামামা বেজে গেল মঙ্গলবার। কার হাতে উঠবে অস্কার? এই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্বের সিনেমা-প্রেমীরা। তবে চলতি বছর ভারতের ঝুলিতে এলো একরাশ হতাশা।

গত বছর এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির জনপ্রিয় গান ‘নাটু নাটু’র সুবাদে অস্কারের মঞ্চে ভারতের বড় জয় হয়েছিল। কিন্তু এবার সেটি আর হচ্ছে না। অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকাতেই জায়গা হলো না কোনো ভারতীয় ছবি বা শিল্পীর। এবার অস্কারের দৌড়ে ছিল ভারতের 'টুয়েলভথ ফেল' বা '২০১৮'-র মতো ছবি।

মঙ্গলবার অস্কারের নমিনেশন লিস্ট সামনে আসার পর দেখা গেল পাস করতে পারেনি বিধু বিনোদ চোপড়া ও বিক্রান্ত ম্যাসির 'টুয়েলভথ ফেল' কিংবা ভারতের অফিসিয়াল এন্ট্রি, মালায়ালি ছবি ‘২০১৮’। অন্যদিকে এক ডজনেরও বেশি (১৩টি) মনোনয়ন নিয়ে নমিনেশন লিস্টে সবচেয়ে এগিয়ে থাকল ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। পাল্লা দিয়ে মোট আটটি মনোনয়ন অর্জন করেছে গ্রেটা গারউইগের বক্স অফিস কাঁপানো ছবি 'বার্বি'-ও।

বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ওপেনহাইমার এবং বার্বি। অস্কারেও এই দুই ছবির রমরমা হবে, এমনটা আশা করেছিলেন সকলেই। 'বার্বিহাইমার'-এর ট্রেন্ডে গা ভাসাননি, এমন হলিউড সিনেপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ-অভিনেতা, সেরা-সহ অভিনেত্রীর মতো অস্কারের মূল বিভাগের প্রায় সবকটিতেই মনোনীত এই ছবি।

নয়া শতাব্দী /আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ