ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

বিয়েতে আমিরের কান্নাকাটি ছিল অভিনয়, দাবি ইরার

প্রকাশনার সময়: ২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪১

গত ৩ জানুয়ারি ধুমধাম করে মেয়ে ইরাকে বিয়ে দেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড অভিনেতা আমির খান। মেয়ের বিয়ে বলে কথা, বাবা আমির কিন্তু নিজেও ব্যতিক্রম নন। অন্য বাবাদের মতো আমিরের চোখের কোণে জল থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই কান্নাকাটি নাকি তার অভিনয় ছিল- এমনটাই দাবি করেছেন কন্যা ইরা।

মেয়ের আইনি বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবিতেই দেখা যায়, আমিরের আবেগপ্রবণ ছবি। সম্প্রতি সেই ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে ইরা দাবি করলেন, আমিরের কান্নাকাটি নাকি তার অভিনয়মাত্র! তবে, আমির-কন্যা এটা জানাতেও ভোলেননি যে, পরবর্তীতে নাকি সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েন তার বাবা। শুধু আমিরের ওই আবেগপ্রবণ মুহূর্তেরই নয়, আরও অনেক মজাদার মুহূর্তের ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন ইরা।

গত বছরের শেষ দিকে বাগদান হওয়ার পর, নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসেন আমির-কন্যা ইরা খান। মুম্বাই থেকে শুরু হয় বিয়ের অনুষ্ঠান। পাত্র দীর্ঘ দিনের প্রেমিক ও ফিটনেস প্রশিক্ষক নূপুর শিখরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মীয়, পরিজন ও বর-কনের কাছের বন্ধুরা।

মুম্বায়েরই এক বিলাসবহুল হোটেলে ৮ থেকে ১০ জানুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয় ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান।

নয়া শতাব্দী/ডিএ/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ