শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

১৫ বছর পর একফ্রেমে মা-ছেলে!

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৬

২০০৭ সালে মুক্তি পায় আমির খানের সিনেমা ‘তারে জামিন পার’ সিনেমা। এতে অভিনয় করে দর্শক হৃদয়ে দাগ কেটেছিলেন দর্শিল সাফারি। সেই ছোট্ট দারশিল এখন ২৬ বছরের তরুণ। সম্প্রতি আমির খানের কন্যা ইরার বিয়েতে পুনর্মিলনী হলো ‘তারে জামিন পার’ তারকাদের। আর সেখানেই প্রায় ১৫ বছর পর সিনেমাটিতে তার মায়ের চরিত্রে অভিনয় করা অভিনেত্রী টিসকা চোপড়ার সঙ্গে দেখা হয় তার।

ইরার বিয়ের অনুষ্ঠানে সেজেগুজে স্যুট-বুট পরে ভেন্যুতে হাজির হন দর্শিল সাফারি। সেখানে দেখা হয় সিনেমায় তার অনস্ক্রিন মা টিসকা চোপড়ার। একসঙ্গে সেলফিও তোলেন তারা। প্রায় ১৫ বছর পর একফ্রেমে দেখা মিলল তাদের। অনস্ক্রিন মা-ছেলের জুটির এতবছর পর সেলফি দেখে নস্ট্যালজিয়ায় ভেসেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, শৈশব থেকেই নাচ শিখতেন দারশিল। একদিন তাদের নাচের ক্লাসে এসেছিলেন ‘তারে জামিন পার’ এর ক্রিয়েটিভ ডিরেক্টর অমল গুপ্তা। দারশিলকে দেখে অডিশনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।

শুটিং শুরুর আগেই আমির খানের সঙ্গে ভালো সখ্যতা গড়ে ওঠে দারশিলের। এক সময় আমির খান জানতে পারেন সিনেমার জন্য দারশিলের স্কুলে যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। এক বছর সময় নষ্টও হতে পারে। আমির খান নিজেই সেই সময় স্কুল কর্তৃপক্ষকে নিশ্চিত করেছিলেন শিশুশিল্পীর পড়াশোনার কোনো সমস্যা হবে না। এরপর বাকিটা ইতিহাস। শুধু দারশিলের ক্যারিয়ার নয়, বলিউডের ইতিহাসের অন্যতম সেরা সিনেমার তালিকায় জায়গা নেই সিনেমাটি।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ