ইরা খান, আমির খানের কন্যা। সদ্য বিয়ে করছেন। তার বিয়ে উপলক্ষ্যে গত দুই সপ্তাহ ধরে হই হই রব মায়ানগরীতে। শনিবার ছিল আমির-কন্যার বিয়ের রিসেপশনের অনুষ্ঠান। প্রায় গোটা বলিউডে উপস্থিত ছিল আইরা ও নূপুরে শিখরের বিয়ের রিসেপশন পার্টিতে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! কোনো খামতি রাখতে চাননি বলিউডের ‘মিস্টার পারফেক্শনিস্ট’।
একবার আইনি বিয়ে হয়েছে মুম্বাইতে। তার পর ৮-১০ জানুয়ারি উদয়পুরে ছিল হোয়াইট ওয়েডিং। ১৩ জানুয়ারি ছিল মুম্বাইতে বিশেষ অনুষ্ঠানে। সে দিনের অনুষ্ঠানে সব ঠিক এগোলেও হঠাৎই রুষ্ট হন আমির-কন্যা। তা-ও আবার ‘ফটোগ্রাফাররা’দের উপর। আমির-কন্যাকে বলতে শোনা যায়, ‘বাবা, আমার নামের উচ্চারণটা এক বার বলে দাও, ওটা 'ইরা' নয়, 'আইরা'।’ আর তাতে ক্যামেরার দিকে তাকিয়ে আমির বলে ওঠেন, ‘ওর নাম আইরা।’
আসলে ইংরেজিতে আমির-কন্যার নামের বানান দেখে অনেকেই এই ভুল করে বসেন। তবে নিজেই এবার ভুল শুধরে দিলেন আইরা। এর আগে কাজল-কন্যার নামও ভুল উচ্চারণ করেছিলেন ফটোগ্রাফাররা। সেই সময় অভিনেত্রীর মেয়ে জানান, তার নাম নাইসা নয়, নিসা। এবার খানিক সেই পথেই হাঁটলেন আইরা।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ