শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অস্ত্রোপচারের পর কেমন আছেন অমিতাভ?

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:১৬

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের হাতে অস্ত্রোপচার করা হয়েছে। নিজ ব্লগে এ খবর জানিয়েছেন অভিনেতা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। অমিতাভ তার ব্লগে জানান, সম্প্রতি অক্ষয়ের সঙ্গে আইএসপিএল (ইন্ডিয়ান স্ট্রিন প্রিমিয়ার লিগ) একটি ক্রিকেট লিগের জন্য তিনি শুটিং করছিলেন।

তখনই বলিউডের খিলাড়ির সঙ্গে নিজের হাতের অস্ত্রোপচার নিয়ে আলোচনা করেন বিগ বি। অমিতাভ তার ব্লগে অক্ষয়ের সঙ্গে শুটিং ফ্লোরের কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে অভিনেতার ডান হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। তবে অভিনেতা তার অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

অমিতাভ লেখেন, ‘সম্প্রতি আইএসপিএল-এ সবার সঙ্গে দেখা হলো। খুব কম সময়ের মধ্যেই আমাদের বন্ধু ও সতীর্থদের সঙ্গে দেখা করার সুযোগ হলো। অক্ষয়ও একটি টিমের মালিক। ওর সঙ্গে আমার হাতের অপারেশন নিয়েও কথা হলো।’ ওই ফটোশ্যুটে যে হৃতিক রোশন ও দক্ষিণী অভিনেতা সূর্যও ছিলেন, সে কথাও জানান অমিতাভ।

তবে এ অভিনেতা তার অস্ত্রোপচারের কথা প্রকাশ করতেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে ভক্তদের একাংশের ধারণা, অমিতাভ এখন ভালো আছেন বলেই শুটিং করছেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ