ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

এবার গান গেয়ে লন্ডন মাতাবেন মিলা ও মুজা

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৪, ০৮:২৩

এবার গান গেয়ে লন্ডন মাতাবেন সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী মিলা এবং মুজা। প্রথমবারের মতো বাংলাদেশের এই দুই শিল্পী আসছেন লন্ডনে। আগামী ১১ ফেব্রুয়ারি আইঅন টিভির আয়োজনে অনুষ্ঠিত হবে ভ্যালেন্টাইন কনসার্ট ২০২৪। সেখানেই মঞ্চ মাতাবেন এ দুই তারকা। লন্ডনের দ্যা রয়্যাল রেজেন্সিতে অনুষ্ঠিত হবে এ আয়োজন।

এ বিষয়ে আইঅন টিভির হেড অব প্রোগ্রাম কিশোয়ার মুনিয়া বলেন, প্রথমবারের মতো লন্ডনের মঞ্চ মাতাতে আসছেন সংগীতশিল্পী মিলা এবং মুজা। দর্শকদের এক্সাইটমেন্ট দেখে ভালো লাগছে। ইতোমধ্যে লন্ডন তথা ইউরোপের জনপ্রিয় আইঅন টিভির আয়োজনে একাধিক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার মিলা ও মুজা গাইবেন রয়্যাল রজেন্সির হলে। এর আগে বালাম ও আগুন গান গেয়ে দর্শকদের মাতিয়েছিলেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ