বলিউডের অন্যতম নামজাদা সিনেমা নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’ সাম্প্রতিক এপিসোডে হাজির হন অভিনেত্রী জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর। এবারের শোতে র্যাপিড ফায়ার রাউন্ডে জাহ্নবী প্রতিশ্রুতি দেন, যতটা সম্ভব সৎ থাকবেন। এদিকে জাহ্নবী এর আগেও কয়েকবার কফি উইথ করণে গেলেও কফি হ্যাম্পার জেতার সুযোগ পাননি। এবার সেই রাউন্ডে জাহ্নবীর কাছে করা এক প্রশ্নের এক উত্তর শুনে অবাক হয়েছেন খুদ করণ থেকে শুরু করে নেটিজেনরা।
করণ যখন জাহ্নবীর কাছে আসা কোনো অভিনেতার মেসেজ সম্পর্কে জানতে চান, তখন জাহ্নবীর উত্তর শুনে সবাই অবাক হয়ে যান। জাহ্নবী জানান, এক অভিনেতা তাকে মেসেজ করে বলেন, আমি কি আপনার সমস্ত বিউটি স্পট দেখতে পারি? জাহ্নবীর এই কথা শুনে হাসতে হাসতে করণ জানতে চান, তার কত সুন্দর জায়গা রয়েছে।
এই রাউন্ডে করণ জাহ্নবীর সঙ্গে একটি গেম খেলেন। তাকে বলিউডের কিছু অভিনেতার সঙ্গে কাজ করার বিষয়ে খুশির জন্য একটি পরামর্শ শেয়ার করতে বলেন। বরুণ ধাওয়ান সম্পর্কে জানতে চাইলে জাহ্নবী বলেন, বেবিসিটিংয়ের জন্য রেডি হয়ে যাও। ২০২৩ সালে প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া নীতেশ তিওয়ারির 'বাওয়াল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন জাহ্নবী ও বরুণ। জাহ্নবীকে অনন্যা পান্ডে সম্পর্কে এই প্রশ্ন করা হলে, জাহ্নবী বলেন, ‘এটা নিশ্চিত করো যাতে দুজনেই এক ছেলের সঙ্গে প্রেম না করো’। সূত্র-আনন্দবাজার
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ