ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ব্রিটনির কণ্ঠে আর গান শোনা হবে না ভক্তদের!

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৪, ১৮:২৮

জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। বেশ কিছুদিন ধরেই তার সংগীতে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে মার্কিন এই পপ তারকার কণ্ঠে আর গান শোনা হবে না ভক্তদের। মিউজিক ইন্ডাস্ট্রিতে আর ফিরছেন না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন ব্রিটনি স্পিয়ার্স।

এক সপ্তাহ ধরে মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমে ব্রিটনি স্পিয়ার্সের সংগীত জগতে ফেরা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।

খবর ছিল, নিজের দশম অ্যালবামের জন্য গীতিকারদের সঙ্গে কথা বলছেন এই গায়িকা। এ নিয়েই এবার মুখ খুলেছেন ব্রিটনি নিজেই। ভক্তদের জানিয়েছেন, এই খবরের কোনো সত্যতা নেই।

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এসব বেশিরভাগই ভুয়া। তারা বলছে যে, আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন লোকের সঙ্গে কাজ করছি...। কিন্তু আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছি না।’

ব্রিটনি লিখেছেন, তিনি শুধু মজা করার জন্য সংগীত লিখেছেন। তিনি এ-ও জানান, গত দুই বছরে ভক্তদের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন।

২০২২ সালের আগস্টে ব্রিটনি স্যার এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানটি গেয়ে ছয় বছরের বিরতি ভাঙেন। অগণিত ভক্তও চেয়েছিলেন ব্রিটনি আবারও সংগীতে ফিরে আসুক। যদিও এই পপ তারকা এ বিষয়ে আগে থেকে কিছুই স্পষ্ট করেননি। তবে এবার খোলাখুলিভাবে বিষয়টি স্পষ্ট করলেন।

গত বছর ‘দ্য ওম্যান ইন মি’ শিরোনামে স্মৃতিকথা প্রকাশ করেন স্পিয়ার্স। সেই সময় তিনি জানান যে, এই মুহূর্তে সংগীত তার মূল লক্ষ্য নয়।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ