তারকাবহুল ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’র ডামাডোলের মধ্যে আলোড়ন তুলেছে মাত্র ২০ কোটি রুপির ‘টুয়েলভথ ফেল’। এই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। শুধু ভারতেই নয়, বাংলাদেশেও সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
আইপিএস কর্মকর্তা মনোজ কুমার শর্মাকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা বিধু বিনোদ চোপড়া। সিনেমার গল্পে দেখা গেছে, ভারতের চম্বল এলাকার এক নিম্নবিত্ত পরিবারের তরুণ মনোজ কঠিন জীবনসংগ্রাম চালিয়ে আইপিএস কর্মকর্তা হয়েছেন। মনোজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি।
গত ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির প্রথমদিকে বক্স অফিসে ধীর গতিতে এগিয়ে যাচ্ছিলো সাবলীল গল্পের সিনেমাটি। সাথে ‘অ্যানিমাল’ ও ‘ডানকি’র মতো তারকাবহুল সিনেমাও মুক্তি পেয়েছে। তবে বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলভথ ফেল’ চলেছে আপন ছন্দে। প্রায় দুই মাসের মতো প্রেক্ষাগৃহে ননস্টপ চলছে চলচ্চিত্রটি।
গত ২৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে। হটস্টারে মুক্তির পর ভারতের বাইরের দর্শকের নজরে এসেছে সিনেমাটি। বিশেষকরে, বাংলাদেশের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটি আয় করে নিয়েছে ৬০ কোটির বেশি রুপি।
আইপিএস মনোজ কুমার শর্মাকে নিয়ে ঔপন্যাসিক অনুরাগ পাঠকের উপন্যাস ‘টুয়েলভথ ফেল’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। গল্পে দেখা গেছে, ভারতের ‘চম্বল’ নামের একটি গ্রামের নিম্নবিত্ত পরিবারের সন্তান মনোজ। দ্বাদশ শ্রেণিতে হিন্দি বাদে সব বিষয়ে ফেল করার পরেও হয়েছেন আইপিএস কর্মকর্তা। মনোজ কুমার শর্মার চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সিনেমা বিশ্লেষকদের মতে, এটি বিক্রান্তের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়।
বিক্রান্তকে প্রশংসায় ভাসিয়েছেন অভিষেক বচ্চনসহ বলিউডের নামকরা সব নির্মাতা, অভিনয়শিল্পীরা। এক গোলটেবিল আলোচনায় অভিষেক বচ্চন বলেন, হৃদয় দিয়ে সিনেমায় কাজ করে উদাহরণ তৈরি করেছেন বিক্রান্ত। এই সিনেমার বাজেট খুব বেশি নয়, ১০–১২ কোটি রুপি। এটি খুব ভালো একটি চরিত্র, এই ধরনের চলচ্চিত্র আরও হওয়া উচিত।
মনোজের স্ত্রী আইআরএস কর্মকর্তা শ্রদ্ধা জোশি চরিত্রে অভিনয় করেছেন মেধা শংকর; ছায়ার মতো মনোজের পাশে ছিলেন শ্রদ্ধা। মেধা শংকর ছাড়াও গৌরী ভাইয়া চরিত্রে অংশুমান পুশকর, ডিএসপি দুশান্ত চরিত্রে প্রিয়াংশু চ্যাটার্জিসহ পার্শ্বশিল্পীদের অভিনয়ও ছিল চোখে পড়ার মতো।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ