এখনও সিনেমা হলে একচেটিয়া ব্যবসা করছে শাহরুখ খানের ডানকি আর প্রভাসের সালার। আপাতত এই দুই ছবির ব্যবসার পথে বাধা দেওয়ারও কেউ নেই। তবে নতুন বছরের শুরুতে ব্যবসার অঙ্কে হিসাব যেন অনেকখানিই ফিকে।সোমবার নতুন বছরকে স্বাগত জানাল গোটা দেশ। স্বভাবতই ছুটির মুডে সিনেমা হলেও ভিড় হলো ভালোই। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ডানকি নতুন বছরের শুরুর দিনে ব্যবসা করল ৯.২৫ কোটি। আর অন্য দিকে, প্রভাসের সালারের আয় ১৫ কোটির বেশি।
যদিও বছরশেষে আরও বেশি আয় করেছিল ডানকি ৩১ ডিসেম্বর ভারতে কিং খানের সিনেমা ব্যবসা করে ১১.৫ কোটির। অন্য দিকে, সালারের ব্যবসার অঙ্কে সেরকম ওঠাপড়া নেই। ৩১ ডিসেম্বর আর ১ জানুয়ারি, দু দিনেই সালারের আয় ১৫ কোটির আশেপাশেই। ডানকি বক্স অফিস কালেকশন পঞ্জাব-গুজরাটে এখনও বয়স্করা এলাকার তরুণদের পরামর্শ দিয়ে থাকেন, ‘কাভি ডানকি রুট (ভিসা বা পাসপোর্ট ছাড়া, কাঁটাতার পেরিয়ে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা যাওয়াকে বলা হয় ডানকি মারা) লেনা নেহি’। আর তা নিয়েই সিনেমা রাজকুমার হিরানির। যদিও অভিবাসন সমস্যা, বেআইনি পথে লন্ডনে প্রবেশের সঙ্গে রাজকুমার হিরানির সিনেমা গল্প দেখায় চার বন্ধুর। স্বপ্নপূরণের যাত্রাই হয়ে ওঠে ছবির গল্প। তবে শাহরুখের আগের দুই অ্যাকশন ফিল্ম পাঠান আর জওয়ানের মতো, সেভাবে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি ডানকি। ১২ দিনে মাত্র ১৯৬ কোটির ব্যবসা করেছে ভারতের বাজারে।
সালার বক্স অফিস কালেকশন
আসছে ফাইটার যদিও আপাতত সিনেপ্রেমীদের নজর রয়েছে ফাইটার সিনেমায়। যাতে একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোনকে। পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছিলেন এই সিনেমার দায়িত্বে। ট্রেলারে ঝড় তুলেছে ফাইটার ইতোমধ্যেই। ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ