প্রতিবাদী ও ভিন্নধারার নির্মাতা খিজির হায়াত খান নতুন গল্প তৈরি করেছেন নতুন মিশনের জন্য। এবারের সিনেমার নাম ‘সাম্রাজ্য’। মারিও পুজোর বিখ্যাত ‘গডফাদার’ উপন্যাস থেকে ১৯৭২ সালে নির্মিত ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘গডফাদার’ চলচ্চিত্রের অনুপ্রেরণায় নির্মিত হবে ছবিটি।
নিজের অফিসিয়াল ফেসবুকে নির্মাতা খিজির হায়াত পোস্ট করে নিজেই জানিয়েছেন ছবির কথা। ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ২০২৪ সাল হবে সহিংস, কারণ রাজনীতি নতুন করে সংজ্ঞায়িত হবে। নিরাপদ থাকুন এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
গডফাদার উপন্যাস অনুযায়ী নিউইয়র্ক সিটির মাফিয়া বস ভিটো কর্লিয়নি মাদকসম্রাট ভার্জিল সলোৎসোর মাদক ব্যবসার প্রস্তাব নাকচ করে দেওয়ায় তাকে আততায়ী দ্বারা হত্যাচেষ্টা করা হয়। এরমধ্যে নানা কাহিনীতে মাইকেল পরিকল্পনা করে যে সে তার ব্যবসা লাসভেগাসে সরিয়ে নেবে। কিন্তু তার আগে সে অত্যন্ত গোপনে পরিকল্পনা করে পাঁচ পরিবারের কর্ণধারদের হত্যা করে যারা কর্লিয়নি পরিবারকে নানাভাবে ক্ষতি করায় তৎপর ছিল।
এছাড়াও পার্শ্বকাহিনি হিসেবে কর্লিয়নির মেয়ের নির্যাতিত বৈবাহিক জীবন, পশ্চিমের দুনিয়ায় জনি ফন্টেনের সাফল্য, পারিবারিক ব্যবসায় ভিটোর দ্বিতীয় ছেলে ফ্রেডোর কাহিনি এসেছে।
এই কাহিনীকে কেন্দ্র করে দেশীয় রাজনীতি নিয়ে গল্প নিয়ে আসছেন খিজির হায়াত। এখানে ভায়োলেন্স যেমন থাকবে তেমনি থাকবে রাজনৈতিক পরিবারের উত্থান পতন।
গল্পের বিষয়ে খিজির হায়াত খান বলেন, ‘গডফাদার থেকে অনুপ্রাণিত হলেও এই পলিটিকাল থ্রিলারটি হবে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। আমাদের লোকাল রাজনীতি, রাজনৈতিক ভায়োলেন্স, ক্ষমতার দ্বন্দ্ব আর একটি রাজনৈতিক পরিবারের উত্থান ও পতন দেখানোর চেষ্টা করব।’
তিনি আরও জানান, নতুন বছরের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে। এর আগে শিল্পী বাছাই করে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
খিজির হায়াত খান-এর আগে বাংলাদেশের প্রথম স্পোর্টস-ফিল্ম ‘জাগো’, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করে আলোচনায় আসেন। এছাড়া মুক্তিযুদ্ধের ‘ওরা ৭ জন’র পর এবার পলিটিক্যাল থ্রিলার গল্পের সিনেমা নিয়ে আসছেন খিজির হায়াত খান।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ