বাড়িতেই জমজমাট পার্টির মাধ্যমে ক্রিসমাস উদযাপন করেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। মজা, নাচ, গান তো ছিলই আর সঙ্গে ছিল ভরপুর রোম্যান্টিক আবহ। সম্প্রতি ভিকি তাদের এই হাউজ পার্টির একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছেন সেখানে তাদের সঙ্গে তাদের পরিবারের লোকজন ও কয়েকজন বন্ধুবান্ধবকে দেখা গিয়েছে।
এদিন ক্রিসমাস উপলক্ষ্যে স্ত্রীর গালে একটা মিষ্টি চুমু এঁকে দেন ভিকি। জড়িয়ে ধরেন ক্যাটরিনাকে। তবে কেবল স্ত্রীকে আদর নয়, তাকে এদিন ভাই সানি এবং বন্ধু অঙ্গদ বেদির সঙ্গে জমিয়ে নাচতেও দেখা যায়। ভিকি তার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন। সেখানে অভিনেতাকে ক্যাটরিনাকে জড়িয়ে একটা চুমু খেতে দেখা যাচ্ছে।
এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘তুমি এলেই ক্রিসমাস।’ ছবিতে তাদের দুজনকে এদিন সাদা টিশার্ট পরে থাকতে দেখা যাচ্ছে। সঙ্গে ভিকির পরনে সান্টা ক্লজের টুপি আর আর ক্যাটের মাথায় টুপি দেওয়া হেয়ারব্যান্ড। তাদের পেছনে একটা সাজানো গোছানো ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ