ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

শুটিং শেষে ‘মেন্টাল’ ছবির পোস্টার প্রকাশ 

প্রকাশনার সময়: ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪

এ বছর নিজস্ব প্রযোজনা সংস্থা চালুর ঘোষণা দিয়েছিলেন যশ ও নুসরাত। বাবা যাদব পরিচালনায় ‘মেন্টাল’ এ জুটির প্রযোজিত প্রথম সিনেমা। শুধু তাই নয় ‘মেন্টাল’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এ যুগল। শুটিং শেষ- মঙ্গলবার ছবির প্রথম পোস্টারও প্রকাশ্যে এসেছে। পোস্টার নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত যশ। বললেন, ‘বুঝতে পারছিলাম দর্শক অপেক্ষা করছিলেন। পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছি। খুব ভাল লাগছে।’

তিনি বলেন, ‘কেউ বিশ্বাস করবে কি না জানি না, আমরা এই ছবিটা নিয়ে এখন প্রায় সারা দিন কাজ করছি। সেই সঙ্গে নতুন নতুন জিনিসও শিখছি।’ এদিকে প্রথম প্রযোজনা নিয়ে কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন যশ-নুসরাত। অভিনেত্রী বলেন, ‘অন্য কারও ছবিতে অভিনয় করার তুলনায় নিজেদের প্রযোজিত ছবিতে চাপ ও দায়িত্ব অনেক বেড়ে যায়। কিন্তু এই চাপটা নিতে ভাল লাগে।’ নুসরাত বললেন, ‘বাণিজ্যিক ছবি এক সময় রমরমিয়ে চলেছে। আমার বিশ্বাস আজকেও অগণিত দর্শক সে রকম ছবির অপেক্ষায় রয়েছেন। তাদের আবার বাণিজ্যিক ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করতে চাই।’

বর্তমানে সামাজিক মাধ্যমে নতুন ‘ট্রেন্ড’ নিয়েও কিছুটা হতাশা প্রকাশ করেছেন নায়িকা। বলেন, ‘এখন দেখি আগে থেকেই সামাজিক মাধ্যমে নানা কথা লিখে দেওয়া হচ্ছে। কোনটা রিমেক, কোনটা বাজে ছবি! এর ফলে দর্শক বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু তাদেরকেও ধন্যবাদ। কারণ, এই সব কিছু দেখেই কিন্তু আমরা ভালো বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি।’

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ