ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন সিনেমা নাম ‘পুলসিরাত’। আনন জামানের কাহিনি-চিত্রনাট্যে সিনেমাটি নির্মাণ করবেন রাখাল সবুজ। এটি প্রযোজনায় রয়েছেন মীর জাহিদ হাসান।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের পর সোশ্যাল হ্যান্ডেল মারফত নতুন সিনেমা খবরটি বুবলী নিজেই প্রকাশ্যে আনলেন।
‘পুলসিরাত’ সিনেমার ঘোষণা দিয়ে চিত্রনায়িকা বুবলী বললেন, আমার নতুন ছবি ‘পুলসিরাত’। সবাই আমার জন্য দোয়া করবেন।
তবে এই সিনেমাতে বুবলীর সঙ্গে কে থাকছেন, সেটা এখনও জানা যায়নি। নির্মাতা-প্রযোজকও আপাতত এ বিষয়ে চুপচাপ রয়েছেন।
বুবলীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত কোরবানির ঈদে। এই উৎসবে তার অভিনীত চয়নিকা চৌধুরীর নির্মাণে ‘প্রহেলিকা’ ও সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’ সিনেমা দুটি মুক্তি পায়।
বুবলী বর্তমানে কাজ করছেন ‘মায়া: দ্য লাভ’ নামের একটি সিনেমায়। যেটার পরিচালক জসিম উদ্দিন জাকির আর নায়ক জিয়াউল রোশান। এই ব্যস্ততার ফাঁকে নতুন আরেকটি সিনেমাতে যুক্ত হলেন বুবলী। এছাড়া বুবলীর হাতে ‘মায়া’ ছাড়াও রয়েছে ‘দেয়ালের দেশ’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘খেলা হবে’সহ বেশ কয়েকটি সিনেমা।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ