ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

১২ বছর প্রেমের পর দুই নির্মাতার বিয়ে

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৪

দীর্ঘদিনের সঙ্গী, নির্মাতা নোয়া বাউমবাককে বিয়ে করেছেন ‘বার্বি’ নির্মাতা গ্রেটা গারউইগ। প্রায় এক যুগ ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা; প্রণয়ের সম্পর্ককে পরিণয়ে রূপ দিয়েছেন এ জুটি। নিউইয়র্ক সিটি হলে ঘরোয়া আয়োজনে তারা বিয়ে সেরেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সাময়িকী পিপল। আলোচিত সিনেমা ‘বার্বি’র গল্প যৌথভাবে লিখেছেন নোয়া বাউমবাক ও গ্রেটা গারউইগ।

২০১০ সালে ‘গ্রিনবার্ড’ সিনেমায় কাজ করতে গিয়ে তাঁদের পরিচয়; ২০১১ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান ৪০ বছর বয়সী গ্রেটা ও ৫৪ বছর বয়সী নোয়া। ২০১৯ সালে তাঁদের প্রথম সন্তান হারল্ড র‍্যালফের জন্ম হয়। গত জুলাইয়ে এলে ইউকেকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেটা গারউইগ জানান, এই বছরের ফেব্রুয়ারিতে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। ২০২০ সালে এই জুটি অস্কারে মনোনয়ন পান; ‘ম্যারেজ স্টোরি’ নিয়ে নোয়া ও ‘লিটল উইমেন’ নিয়ে গ্রেটা অস্কারের লালগালিচায় হেঁটেছিলেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ