ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

সুকেশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন জ্যাকলিন

প্রকাশনার সময়: ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:০০

জেলে বসেই নানা সময়ে বলি সুন্দরী জ্যাকলিনের প্রতি প্রেম উজাড় করেন সুকেশ চন্দ্রশেখর। একের পর এক প্রেমের চিঠিও লেখেন জ্যাকলিনকে। অন্যদিকে, জ্যাকলিন কিন্তু মোটেই পাত্তা দেন না সুকেশের এই প্রেমকে। বরং, সুকেশের এই প্রেমের ঠেলায় আদালতের চক্কর খেতে খেতে বিরক্ত অভিনেত্রী। আর তাই তো এসব থেকে মুক্তি পেতে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন। আর এবার সুকেশের প্রতি তার মনোভাব নিয়ে মন খুলে কথা বললেন তিনি।

সম্প্রতি আদালতে জিজ্ঞাসাবাদের সময় জ্যাকলিন স্পষ্ট বিচারপতিকে জানিয়েছেন, সুকেশের মতো হঠকারী বার বার আমাকে নিশানা করছে। বার বার চিঠি পাঠিয়ে মিথ্যা অভিযোগ আনছে। আমি উপহার না জেনেই নিয়েছি। তবে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি একেবারেই সুকেশের চক্রান্তের শিকার!

সম্প্রতি দিল্লি হাই কোর্টে গিয়েছিলেন জ্যাকলিন। ২০০ কোটি টাকার দুর্নীতিতে সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িত থাকার কারণে ইডি-র পক্ষ থেকে ফৌজদারি মামলা জারি করা হয়েছে জ্যাকলিনের নামে। সম্প্রতি এই ফৌজদারি মামলা বাতিল করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জ্যাকলিন। অন্যদিকে, দিল্লি পুলিশের পক্ষ থেকে করা একটি চাঁদাবাজির মামলায় প্রধান সাক্ষী তিনি।

প্রসঙ্গত, ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ।

তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। যদিও এর আগে আদালতে সুকেশ দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন কোনোভাবেই জড়িত নন। বিচারকের সামনে সুকেশ তখন বলেছিল, জ্যাকলিন এই মামলার অংশ নয়, ওর কোনো চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি। যদিও সুকেশ প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন জ্যাকলিন। এ বিষয়ে একটিও মন্তব্য করতে তিনি রাজি নন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ