ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

মুক্তি পেল ‘ডানকি’, দর্শকদের উপচে পড়া ভিড়

প্রকাশনার সময়: ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:৪২

‘পাঠান’, ‘জওয়ান’ সাফল্যের পর মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কাক ডাকা ভোরেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ছবিটি।

চলতি বছরে তৃতীয় দফায় শাহরুখ ঝড়! সকাল থেকেই ভক্তদের লাইন ছিল হলে। কনকনে শীতেও ভারতের বিভিন্ন প্রদেশের প্রেক্ষাগৃহে ডানকির প্রথম দিনের প্রথম শো দেখতে ভিড় জমিয়েছেন মানুষ।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের বাঁধ ভাঙেনি।

প্রথম দিনেই ‘ডানকি’র বক্স অফিস কালেকশন দাঁড়াতে পারে ৫০ কোটির বেশি। কারণ শাহরুখের সবশেষ মুক্তিপ্রাপ্ত দুই সিনেমাতেও প্রথম দিনের আয় ছিল ভারতজুড়ে ৫০ কোটি রুপির বেশি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ