ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

গান গাইতে গাইতে মঞ্চেই প্রাণ গেলো গায়কের

প্রকাশনার সময়: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৪:০০

মঞ্চে চারদিকে আলোকসজ্জা। সামনে বসা হাজারো দর্শক। সেই মঞ্চে মন মাতানো সুরে গান গাইছিলেন গায়ক পেড্রো হেনরিক। গান গাওয়া অবস্থাতেই যেন মুহূর্তের মধ্যে চারদিক অন্ধকারে ভরে উঠে। হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন পেড্রো। না ফেরার দেশে পাড়ি জমান ব্রাজিলিয়ান গসপেল গায়ক পেড্রো হেনরিক।

আমেরিকার ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সী এই গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। যেখানে তাকে মঞ্চের একপ্রান্তে তার ‘ভাই সের তাও লিন্ডো’ নামের গানটি আবেগের সঙ্গে ভিড় করা দর্শকদের সামনে গাইতে দেখা যায়।

একপর্যায়ে পেড্রো তার মাইক্রোফোনটি দর্শকদের সামনে ধরে গান গাইতে অনুরোধ করেন। তবে যখন তিনি মাইকটি ফের মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তিনি পেছনে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

প্রয়াত হেনরিক তার স্ত্রী সুইলান ব্যারেটো ও দুই মাস বয়সী কন্যা জোকে রেখে গেছেন। তার শেষকৃত্য হবে গায়কের জন্মস্থান পোর্তো সেগুরো শহরে। তিনি সাও পাওলোর গুয়ারুলহোসে বসবাস করতেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ