ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

কি কারণে বিরাটকে মনে ধরল আনুশকার?

প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২৩, ১১:৫৫

বিয়ের ছয় বছর পার করলেন বিরাট কোহলি-আনুশকা শর্মা। বিয়ের পর থেকেই অল্প অল্প করে সিনেমায় কাজ কমিয়েছেন অভিনেত্রী। স্বামী, সন্তান পরিবার— এই নিয়ে রয়েছেন আনুশকা। ২০২১ সালে জন্ম হয় এ দম্পতির প্রথম সন্তান ভামিকার। ফের সন্তানসম্ভবা হয়েছেন অভিনেত্রী।

যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেননি কোহলি দম্পতি। ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা হয়েছিল বিরাট-আনুশকা। সে থেকেই প্রেম শুরু। অনেকে বলেন, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। বেশ কয়েক বছরের প্রেম, তার পর ২০১৭ সালে ইটালিতে রূপকথার বিয়ে। যদিও বিরাট কোহলির আগে আনুশকার সঙ্গে সম্পর্কের জোর গুঞ্জন শোনা গিয়েছিল অভিনেতা রণবীর সিংহের। কিন্তু শেষমেশ বলিউডের অভিনেতাকে ভুলে বিরাটকে কেন মনে ধরল আনুশকার?

চলতি বছর ১১ ডিসেম্বর বিয়ের ৬ বছর পূর্ণ হল বিরাট-আনুশকার। প্রেমে-আহ্লাদে তাদের বন্ধুত্ব এখনও খাঁটি। যখন আনুশকাকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটতারকা তথা প্রাক্তন অধিনায়ক বিরাটের নারী অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অন্য দিকে, প্রেম ভাঙে আনুশকারও। তবে বিরাটের রূপ, যশ, খ্যাতি বা প্রতিভার জন্য নয়, ক্রিকেট তারকার স্মৃতিশক্তি প্রবল বলেই নাকি তাঁর প্রেম পড়েন আনুশকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা জানান, বিরাটের স্মৃতিশক্তি মারাত্মক। উল্টো দিকে তিনি নাকি কিছুই মনে রাখতে পারেন না। তাই বিরাটের সঙ্গে প্রেম পর্ব শুরু হওয়ার আগে যখন তিনি বুঝলেন, বিরাটের স্মৃতিশক্তি কতটা প্রকট, সিদ্ধান্ত নেন, তার সঙ্গেই জীবন কাটাবে‌ন। অভিনেত্রী আরও জানান, তিনি আর বিরাট চেয়েছিলেন সুখী হতে। ৩০-এর গণ্ডি পার করার আগেই বিরাটকে বিয়ে করার সিদ্ধান্ত সঠিক ছিল বলেও জানান আনুশকা।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ