ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬

রণবীর কাপুরের বাবা হতে যাচ্ছেন রণবীর সিং!

প্রকাশনার সময়: ১১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৭

বর্তমান বলিউডে চলছে দুই রণবীরের দাপট। এবার একই সিনেমায় অভিনয় করবেন রণবীর কাপুর ও রণবীর সিং। তবে সিং-কে দেখা যাবে কাপুরের বাবা চরিত্রে। ব্রহ্মাস্ত্র পার্ট-২তে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন এই দুই বলিউড স্টার। ভারতীয় বিনোদন প্লার্টফর্ম পিংকভিলা জানায়, ব্রহ্মাস্ত্র পার্ট-২তে রণবীর সিংকে দেব চরিত্রে দেখা যাবে। পার্ট-১এ জানা যায় দেব চরিত্রটি হলো শিবার বাবা। ব্রহ্মাস্ত্র পার্ট-১এ শিবা চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর।

ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’ জানায়, সিনেমাটিতে রণবীরের বাবা হতে সম্মতি জানিয়েছেন রণবীর সিং। এরই মধ্যে নাকি চুক্তিবদ্ধও হয়েছেন তিনি। এছাড়া এই সিনেমায় দুই বাস্তব জুটিকে পর্দায়ও একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে। রণবীর কাপুর ও আলিয়া ভাট তো আছেনই, এবার তাদের সাথে থাকবেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ব্রহ্মাস্ত্র—পার্ট ২-এর শুটিং শুরু হবে ২০২৫ সালের প্রথমদিকে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ