বিশ্বব্যাপী জনপ্রিয় ওয়েবসিরিজ ‘মানি হেইস্ট’ শেষ হয়েছে দুই বছর আগে। এরপরেই ঘোষণা আসে মানি হেইস্টের অন্যতম প্রধান চরিত্র বার্লিনকে নিয়ে তৈরি হবে মানি হেইস্টের স্পিনঅফ সিরিজ ‘বার্লিন। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে বার্লিন।
নেটফ্লিক্স বার্লিনের ট্রেলার প্রকাশ করেছে। ট্রেলারে দেখা যায়, প্যারিসের সবচেয়ে বড় নিলাম ঘরে একটি বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছে বার্লিন। এতে আরও দেখা যায় অ্যালিসিয়া সিয়েরা ও রাকেল মুরিলোর চরিত্রগুলোকে।
সিরিজে বরাবরের মতো বার্লিনের ভূমিকায় অভিনয় করবেন পেড্রো আলোনসো। ট্রেইলারে নতুন মুখ ছিলো, মিশেল জেনারের কেইলা, বেগোনা ভার্গাসের ক্যামেরন, ট্রিস্টান উলোয়ার ড্যামিয়ান। সিরিজটিতে বার্লিন চরিত্রটির জীবনে ঘটে যাওয়া অতীতের ঘটনাবলি দেখানো হবে।
দীর্ঘ পাঁচ সিজন ব্যাপক দর্শকপ্রিয়তার পর শেষ হয় জনপ্রিয় স্পেনিস সিরিজ ‘মানি হেইস্ট’। সিরিজটি নেটফ্লিক্সের সর্বকালের সর্বাধিক দেখা শোগুলোর মধ্যে একটি। মানি হেইস্টের বার্লিন চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার ফলে নেটফ্লিক্স ‘বার্লিন’ চরিত্রটি নিয়ে নতুন সিরিজ তৈরির পরিকল্পনা শুরু করে।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ