সানি দেওলের পর এবার ববি দেওল। বহুদিন পর সাফল্যের শিখরে দেওল পরিবারের আরও এক ছেলের ছবি। ব্লকবাস্টার হয়েছে Animal। সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই ছবিটিতে ববি দেওলের অংশ মাত্র ১৫ মিনিটের। তাতেই সবার নজর কেড়েছেন ববি। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শকরা। পেয়েছেন অভূতপূর্ব প্রসংশা। তবে পরিবারের কাছ থেকে কী প্রতিক্রিয়া পেয়েছেন ববি দেওল? সম্প্রতি নিজেই খোলসে করেছেন সেকথা।
ববি দেওল জানিয়েছেন, তার বাবা ধর্মেন্দ্র, আর দাদা সানি দেওল নাকি 'অ্যানিম্যাল' ছবিটিই দেখেননি। আর অভিনেতার মা প্রকাশ কৌর নাকি হাইপার ভায়োলেন্ট এমন ছবির বিরোধিতা করেছিলেন। সম্প্রতি পিঙ্কভিলাকে ববি দেওল জানান, 'আমার মা প্রকাশ কৌর 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (RRKPK)তে ধর্মেন্দ্র মৃত্যু মেনে নিতে পারেননি। তেমন Animal-এর আমার মৃত্যুর দৃশ্য সহ্য করতে পারেননি। মা আমায় বলেন, অ্যাসি ফিল্ম মত কিয়া কার তু, মুজসে নাহি দেখা যাতা (এই ধরনের ছবি তুমি কোরো না, আমি দেখতে পারি না)'।
ববি দেওল আরও বলেন, ‘আমি মাকে বুঝিয়ে বলেছিলাম, দেখুন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমি একটা চরিত্রে অভিনয় করেছি মাত্র। তবে মা খুব খুশি... সে অনেক ফোন কল আসছে, ওঁর সব বন্ধুরাও আমার সঙ্গে দেখা করতে চাইছেন। আশ্রম যখন মুক্তি পায় তখনও এমনই কিছু ঘটেছিল।’
ববি জানান, ‘আমার বাবা আর আমার দাদা ছবিটা দেখেননি, তবে অন্য সবাই দেখেছেন। দর্শক আমার প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছেন এটা তারা অনুভব করেছেন। ওরা স্বাভাবিকভাবেই পক্ষপাতদুষ্ট, কিন্তু ওরা সবসময় একজন অভিনেতা হিসাবে আমাকে বিশ্বাস করেছেন এবং আমার জন্য সঠিক ছবি আসুক সেজন্যই অপেক্ষা করছিলেন।’
তাকে খলনায়কের অভিনয়ে দেখে ববির স্ত্রী ও ছেলেরা কী প্রতিক্রিয়া দিয়েছেন? এমন কথায় ববি দেওল বলেন, ‘আমার বাচ্চারা এবং আমার স্ত্রী, আমি কেবল ওদের চোখে আনন্দই দেখেছি। এই প্রথম আমি লক্ষ্য করেছি যে বাবা হিসাবে সন্তানদের কীভাবে প্রভাবিত করেছি। ওরা খুশি হলে আমিও খুশি হব, ওরা কষ্ট পেলে আমি দুঃখ পাব,... ওরা মনে করে এটা আমার প্রাপ্য,ওরা আমার ব্যর্থতাও দেখেছে, আর এখন ওরা আমার সাফল্য দেখছে।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ