ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

মাত্র তিনদিনেই ২০০ কোটির ক্লাবে অ্যানিমেল 

প্রকাশনার সময়: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪

রণবীর কাপুর অভিনীত এ ছবির আয় শুনলে চোখ চড়ক গাছ হতে বাধ্য। বলিউড বক্স অফিসে ঝড় তুলেছে সদ্য মুক্তি পাওয়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি অ্যানিমেল। মুক্তির মাত্র তিনদিনেই ২০০ কোটির ক্লাব স্পর্শ তো করেছেই ছাড়িয়ে গেছে বলিউডের নানা রেকর্ড। তিনদিনের দিন বক্স অফিসে কালেকশন এসেছে ৭০ কোটি টাকার বেশি।

ছবিটির বক্স অফিস কালেকশন জানিয়েছে সচনিল্ক রিপোর্ট। সেখানে জানানো হয়েছে, তিনদিনে অ্যানিমেল ২০০ কোটির ওপর আয় করেছে। এর আগে ১ ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। প্রথম দিনেই প্রায় ৬৫ কোটি টাকার ব্যবসা করে পাঠানের রেকর্ড ভাঙে। তার পরদিন ৬৬ কোটি টাকার বেশি আয় করে এটি। আর তৃতীয় দিনের আয় মিলিয়ে এটি ২০০ কোটির ক্লাবে ঢুকে গেছে। তবে তেলুগু ভাষার তুলনায় ছবিটির হিন্দি ভার্সন বেশি আয় করছে।

অ্যানিমেল ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রণবীর কাপুরকে। এছাড়া অনিল কাপুর, ববি দেওল স্ক্রিনটাইম শেয়ার ছিল চোখে পড়ার মত। ছবিটির কাহিনী এ তিনজনকে ঘিরেই আবর্তিত হয়েছে। এতে মিস্টার কাপুরের বিপরীতে দেখা গেছে রাশমিকা মান্দানাকে।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ