ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

বিয়ের আংটি নেই অভিষেকের হাতে, বিচ্ছেদের জোর গুঞ্জন

প্রকাশনার সময়: ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১৬

আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ক। বেশ কিছুদিন ধরেই শ্বশুরবাড়ি ছেড়ে নিজের মায়ের সঙ্গে মেয়েকে নিয়ে থাকতে শুরু করেছেন ঐশ্বরিয়া। স্বামী অভিষেকরও দেখা নেই তার পাশে। এর মাঝেই দেখা গেল অভিষেক বচ্চনের হাতে নেই বিয়ের আংটি।

সম্প্রতি এই অভিনেতার একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে নেটিজেনরা লক্ষ্য করেছেন, অভিষেক বিয়ের আংটি পরেননি। অথচ এর আগে সবসময়ই তার হাতে এই বিয়ের আংটি দেখা যেত।

ঐশ্বরিয়ার স্বামীর হাতে বিয়ের আংটি না দেখায় ভক্তরাও বেশ চিন্তিত। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, বচ্চন পরিবারে বিবাহবিচ্ছেদ প্রত্যাশিত ছিল না! আরেক ভক্তের মন্তব্য, যতদিন অমিতাভ বচ্চন বেঁচে থাকবেন, ততদিন তিনি এমন কিছু হতে দেবেন না।

সম্প্রতি ৫০ বছরে পা দিয়েছেন ঐশ্বরিয়া রায়। তবে তার জন্মদিনে বচ্চন পরিবারের কাউকেই শুভেচ্ছা জানতে দেখা যায়নি। শুধু শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামী অভিষেক বচ্চন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ