আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরের পর আঞ্চলিক নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এর আগে, বুধবার দুপুরে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলমের পক্ষে তার সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর হিরো আলম বলেন, চেষ্টা ছিল আরও দুইটি আসন থেকে নির্বাচন করার। কিন্তু দুবাই সফরের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। আজ সকালে সেখান থেকে ফিরেই বগুড়া-৪ আসনের মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম সম্পর্ণ করি। এবার আমার দলের মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠে ঘাটে চষে বেড়াতে চাই।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ